Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Akshay-Twinkle Anniversary: ২১ বছর পরেও ‘পারফেক্ট ম্যারেজ’ তাদের, অক্ষয়ের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়েছেন টুইঙ্কেল- জানালেন অভিনেতা নিজেই

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পারফেক্ট জুটি হল অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। তাদের বিয়েকে ইন্ডাস্ট্রির অন্যতম 'পারফেক্ট ম্যারেজ' হিসেবে ধরা হয়। দেখতে দেখতে তাদের বিয়ের ২১'টা বছর কেটে গিয়েছে। তবে এতগুলো…

Avatar

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পারফেক্ট জুটি হল অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। তাদের বিয়েকে ইন্ডাস্ট্রির অন্যতম ‘পারফেক্ট ম্যারেজ’ হিসেবে ধরা হয়। দেখতে দেখতে তাদের বিয়ের ২১’টা বছর কেটে গিয়েছে। তবে এতগুলো বছর কেটে যাওয়ার পরেও তাদের সম্পর্কে ভাটা পড়েনি এতটুকুও। যতদিন গেছে তাদের সম্পর্ক তত গভীর হয়েছে। দুই সন্তান আরভ ও নিতারাকে নিয়ে বেশ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই তারকা জুটি।

‘সৌগন্ধ’ সিনেমা দিয়েই ১৯৯১ সালে অভিনয় জীবনে পা দিয়েছিলেন অক্ষয় কুমার। শুরুর দিকে স্ট্রাগল থাকলেও পরবর্তীকালে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বলিউডের খিলাড়ি হয়ে উঠেছেন তিনি। ১৯৯৯ সালে ‘জুলমি’ আর ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’ এই দুটি ছবির মাধ্যমে এই তারকা জুটিকে একসাথে দেখা গিয়েছিল বড়পর্দায়। সেইসময় অনেকদিন ধরেই তাদের সম্পর্কের গুঞ্জন চলছিল বলিউড ইন্ডাস্ট্রিতে। এরপর ২০০১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। আর তারপর থেকেই আজ পর্যন্ত একসাথে কাটিয়ে দিলেন ২১’টা বছর। উল্লেখ্য, কয়েকদিন আগেই নিজের পরিবারের সাথে মালদ্বীপ ঘুরে এসেছেন অভিনেতা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Akshay-Twinkle Anniversary: ২১ বছর পরেও 'পারফেক্ট ম্যারেজ' তাদের, অক্ষয়ের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়েছেন টুইঙ্কেল- জানালেন অভিনেতা নিজেই

বিবাহবার্ষিকীর দিন টুইঙ্কেল খান্না নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে ছবি শেয়ার করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। জানা গেছে, অক্ষয় কুমার ২০১৩ সালে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, টুইঙ্কেল খান্না শুধুমাত্র তার আলমারি নয় তার ব্যাঙ্ক ব্যালেন্সও গুছিয়ে দিয়েছেন। বিয়ের আগে তিনি আগাগোড়া একটা অগোছালো মানুষ ছিলেন, সেই মানুষটাকেও বড় করে তুলেছেন অভিনেত্রী, একথাও নিজেই জানিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছিলেন, যেকোনো পরিস্থিতিতে তিনি টুইঙ্কেল খান্নাকে পাশে পান। এমনকি একে অপরকে যেকোন অনুষ্ঠানে সারপ্রাইজ গিফট দেওয়ার প্রসঙ্গেও কথা বলেছিলেন তিনি।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, তারা একে অপরকে বাজেট বলে দেন, পরে যে যার নিজের সারপ্রাইজ গিফট নিজেরাই কিনে নেন তারা। বিয়ের পর সারপ্রাইজ গিফট দেওয়ার চেষ্টা করেছিলেন অভিনেতা কিন্তু তাতে তিনি সফল হননি। গিফট দেখে বিল চেয়ে নিয়েছিলেন টুইঙ্কেল খান্না, সেটি পরিবর্তন করে নিজের পছন্দমত কিছু নিয়ে আসার জন্য। তারপর থেকেই সম্ভবত এই পদ্ধতিতেই একে অপরকে উপহার দেন এই তারকা জুটি।

About Author