বলিউড দক্ষিণ এবং বাংলার ইন্ডাস্ট্রির পাশাপাশি এখন একইভাবে ভোজপুরি ইন্ডাস্ট্রিও ভারতে নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করতে শুরু করেছে। ভারতের বহু মানুষ এই ইন্ডাস্ট্রির সিনেমা দেখতে পছন্দ করেন। এই ইন্ডাস্ট্রির প্রতিটি ছবির গল্প এবং মজাদার গান মানুষের মন জয় করে নেয়। সোশ্যাল মিডিয়াতে এই ইন্ডাস্ট্রির প্রতিটি গান হয়ে থাকে জনপ্রিয়। তার পাশাপাশি এই ইন্ডাস্ট্রির তারকারাও একইভাবে জনপ্রিয়তা পেয়ে থাকেন সামাজিক মাধ্যমে। ভোজপুরি ইন্ডাস্ট্রির এরকম একজন জনপ্রিয় তারকা হলেন খেসারি লাল যাদব। আজকের দিনে শুধুমাত্র বিহার উত্তর প্রদেশ কিংবা ছত্রিশগড় নয়, গোটা ভারতেই তার একটা বিশাল ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে। সেটা হয়েছে শুধুমাত্র তার অক্লান্ত পরিশ্রম এবং তার দুর্দান্ত অভিনয়ের জন্য।
ভোজপুরি ইন্ডাস্ট্রির নায়কদের কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচিত হয়। কিন্তু এই ইন্ডাস্ট্রির নায়িকারাও তাদের অভিনয়ের মাধ্যমে একটা ছবিকে সুপারহিট করে তোলার পিছনে বড় ভূমিকা রাখেন। এরকমই একজন নায়িকা হলেন অক্ষরা সিং। ভোজপুরি জগতের অপর একজন সুপারস্টার পবন সিং এর সঙ্গে তার জুটি সবাই বেশ পছন্দ করেন। একটা সময় তারা দুজনে সম্পর্ক ছিলেন বলেও শোনা যায়। পরবর্তীতে তাদের মধ্যে সমস্যা হওয়ায় তারা দুজন একে অপরের থেকে আলাদা হয়ে যায়। তবে অক্ষরা যে শুধুমাত্র পবনের সঙ্গে ছবি করেছেন সেরকমটা নয়। খেসারি লাল যাদব এর সঙ্গে অভিনয় করেও তিনি একাধিক হিট ছবি দিয়েছেন এই ইন্ডাস্ট্রিকে। তাদের দুজনের গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পায়। সেরকম একটি গানের ভিডিও নিয়ে আজকে আলোচনা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowখেসারি লাল যাদব এবং অক্ষরা সিংয়ের জনপ্রিয় ভোজপুরি রোমান্টিক গান ‘তোহার ধোদি বা ফুলওয়া কাটোরি নিয়ান’ সোশ্যাল মিডিয়াতে এখন সকলের মুখে মুখে ঘুরছে। এই গানের ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিওতে দুজনকে রোমান্টিক ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। এই গানের ভিডিওতে অক্ষরা সিংয়ের পরনে রয়েছে লেহেঙ্গা। সাজন চলে সসুরাল ২ ছবি থেকে এই গানটি নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই ৬৮ লক্ষ মানুষ এই গানের ভিডিওটি দেখেছেন। ওয়ার্ল্ড ওয়াইড রেকড ভোজপুরি নামের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই গানের ভিডিওটি।