Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বন্ধ হল Airtel-এর সস্তার তিনটি প্ল্যান, জানুন নতুন প্ল্যান সম্বন্ধে

জনপ্রিয় টেলিকম কোম্পানি Airtel ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে তাদের তিনটি প্রি পেইড প্ল্যান । তবে তার সাথেই কোম্পানির পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে একটি নতুন ১২৮ টাকার রিচার্জ প্ল্যান। সম্প্রতি…

Avatar

By

জনপ্রিয় টেলিকম কোম্পানি Airtel ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে তাদের তিনটি প্রি পেইড প্ল্যান । তবে তার সাথেই কোম্পানির পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে একটি নতুন ১২৮ টাকার রিচার্জ প্ল্যান। সম্প্রতি কোম্পানি তাদের ১৭৯ টাকার এবং ২৭৯ টাকার প্রিপেইড প্ল্যানগুলিকে বন্ধ করে দিয়েছে যে প্ল্যানগুলিতে দেওয়া হত জীবনবীমার সুবিধা।

Airtel বন্ধ করেছে তাদের ২৭৯ টাকার প্ল্যান

২৭৯ টাকার প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে গ্রাহকদের দেওয়া হত আনলিমিটেড কলিং এর সুবিধা। সাথে ছিল দৈনিক ১০০ টি sms এর সুবিধা। অন্যদিকে এই প্ল্যানে কোম্পানি গ্রাহকদের প্রদান করতো দৈনিক ১.৫ জিবি ডেটার সুবিধা। তবে প্ল্যানটি ছিল কেবল ২৮ দিনের জন্য বৈধ। তবে অন্যদিকে এই প্ল্যানে গ্রাহক পেতেন Shaw Academy র সাবস্ক্রিপশন ৪ সপ্তাহের জন্য এবং Wynk Music এর ফ্রি অ্যাক্সেস। অন্যদিকে HDFC জীবনবীমা হতে ৪ লাখের এক জীবন বীমার সুবিধা ও দেওয়া হত গ্রাহকদের। বলা বাহুল্য, এই প্ল্যানটির সুবিধা যুক্ত অপর এক প্ল্যান রয়েছে Airtel এর ঝুলিতে। সেই প্ল্যানের জন্য গ্রাহককে দিতে হবে ২৪৯ টাকা। তবে গ্রাহক এই প্ল্যানে জীবনবীমার সুবিধা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Airtel বন্ধ করেছে তাদের ১৭৯ টাকার প্ল্যান

Airtel এর পক্ষ থেকে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ১৭৯ টাকার প্ল্যানটি। এই প্ল্যানে গ্রাহককে কোম্পানির তরফ থেকে প্রদান করা হত ২ লাখ টাকার জীবনবীমা। সাথে ছিল ২ জিবি ডেটা। তবে দৈনিক কোনও ডেটা লিমিট ছিলনা। অন্যদিকে ছিল মোট ৩০০ টি sms এর সুবিধা। সাথে দেওয়া হত আনলিমিটেড কলিং এর সুবিধা ও। কিন্তু বর্তমানে আপনাকে একটি প্ল্যান রয়েছে যার দাম ২৪৯৮ টাকা। তবে এই প্ল্যানটি কোম্পানির বার্ষিক প্ল্যান। এই প্ল্যানে গ্রাহক পাবেন দৈনিক ২ জিবি ডেটা। সাথে দৈনিক ১০০ টি sms এর সুবিধা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা তো আছেন। এই ক্ষেত্রে গ্রাহক কে বার্ষিক ২৪৯৮ টাকা দিতে হবে। অর্থাৎ মাসে দিতে হচ্ছে ২০৮ টাকার সমান।

Airtel এর পক্ষ থেকে লঞ্চ করা হল ১২৮ টাকার প্ল্যান

সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে ৪৫ টাকার একটি রিচার্জ প্ল্যান বন্ধ করে ১২৮ টাকার এক প্ল্যান চালু করা হয়েছে। এই প্ল্যানে গ্রাহক কে দেওয়া হবে ২৮ দিনের বৈধতা। তবে এই প্ল্যানে কোনও ধরনের কলিং এবং ডাটা প্রদান করা হয়না। এই প্ল্যানে কেবল প্রতি মিনিট কলিং এর ক্ষেত্রে ২.৫ পয়সা এবং sms এর ক্ষেত্রে ১ টাকা দিতে হবে গ্রাহক কে।

About Author