করোনা সংক্রমণের জেরে বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাপন। দেশজুড়ে ঘোষিত হয়েছে লকডাউন, বন্ধ সমস্ত পরিষেবা। স্থগিত রাখা হয়েছে অসামরিক বিমান পরিবহন ব্যবস্থা। তবে চতুর্থ দফার লকডাউনে নাগরিক বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার। কিন্তু বিমান সংস্থাগুলিকে নির্ধারিত টিকিট সম্পর্কিত নিয়ম কানুন মেনে চলতে হবে।
এই বিষয়ে নাগরিক বিমান পরিবহন মন্ত্রী হরদ্বীপ সিং পুরি জানিয়েছেন, আগামী তিনমাস দিল্লী থেকে মুম্বাই পর্যন্ত বিমানের ভাড়া হবে ৩,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকার মধ্যে। এছাড়া উড়ানের সময়সীমা অনুযায়ী সাতটি বিভাগে ভাগ করা হবে যথা, ০-৩০ মিনিট, ৬০-৯০ মিনিট, ৯০-১২০ মিনিট, ১২০-১৫০ মিনিট, ১৫০-১৮০ মিনিট ও ১৮০-২১০ মিনিট। উদাহরণ স্বরূপ বলা যায় দিল্লী থেকে মুম্বাই পর্যন্ত উড়ানের নূন্যতম ভাড়া ৩,৫০০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া হবে ১০,০০০ টাকা। এটি প্রযোজ্য থাকবে আগামী তিনমাস পর্যন্ত। শুধু তাই নয়, একটি উড়ানের আসনের ৪০ শতাংশের ভাড়া ব্র্যান্ড মূল্যের ৫০ শতাংশের কম হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
উল্লেখযোগ্য, আগামী ২৫শে মে থেকে নাগরিক বিমান পরিষেবা শুরু করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে সেক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে যাত্রীদের। আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড, নিয়মিত হাত স্যানিটাইজ, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিমান কর্মীদের সহযোগিতা করার কথা বলা হয়েছে প্রকাশিত একটি গাইডলাইনে। আরোগ্য সেতু অ্যাপের দ্বারা সুস্থ ঘোষিত হলেই বিমানে উঠতে পারবেন যাত্রীরা। সমস্ত নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে যাত্রীর বিরুদ্ধে।














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases