নয়াদিল্লি: লাদাখে এই মূহুর্তে তাপমাত্রা শূন্যের নিচে। তার মধ্যেই একইভাবে ভারত-চিন সীমান্তের অবস্থা উদ্বেগজনক হয়ে রয়েছে। আর এরই মধ্যে লাদাখ উত্তেজনার মধ্যেই ফ্রান্স থেকে ভারতে এসেছে ৫ রাফাল ফাইটার জেট। এবার আরও ৩টি রাফাল জেট আসছে ভারতে। জানা গিয়েছে, বায়ুসেনার শক্তি বাড়াতে ওই ৩ রাফাল ফাইটার জেট ভারতে আসছে আগামী ৫ নভেম্বর।
গত ২৯ জুলাই আবুধাবি হয়ে পাঞ্জাবের আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে এসেছে ৫ রাফাল জেট। ওইসব জেটকে অন্তর্ভূক্ত করা হয়েছে বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়াড্রনে। এদিকে, ফ্রান্সে ট্রেনিংয়ের জন্য ইতিমধ্যেই ৭টি রাফাল জেট ব্যবহার করছেন বায়ুসেনার পাইলটরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইতিমধ্যেই ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফাল জেট কেনার চুক্তি করেছে ভারত। এর জন্য খরচ পড়বে ৫৯,০০০ কোটি টাকা। এখনও পর্যন্ত ভারতে এসেছে ৫ রাফাল। নভেম্বরে আসছে আরও ৩টি। আগামী এপ্রিল মাসে এসে যাবে আরও ১৬টি রাফাল ফাইটার জেট। ফলে ভারতের বায়ুসেনা আরও বেশি করে শক্তিশালী হবে বলে আশাবাদী প্রতিরক্ষামন্ত্রক। যেভাবে ভারত-চিন সীমান্তে উত্তেজনা বাড়ছে, সেখানে রাফাল যুদ্ধবিমানের অন্তর্ভুক্তিকরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।