Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Arunita-Pawandeep: বরফের মাঝে একসাথে সময় কাটাচ্ছে অরুনিতা-পবনদীপ, সঙ্গে দানিশ ও সাইলি

ইন্ডিয়ান আইডল শেষ হয়েছে গতবছর আগস্ট মাসে। প্রায় চার মাস হয়ে গিয়েছে। তাও ইন্ডিয়ান আইডলের প্রতিযোগীদের জনপ্রিয়তা কমেনি এতটুকুও। ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পর থেকেই একাধিক লাইভ শো ও মিউজিক…

Avatar

By

ইন্ডিয়ান আইডল শেষ হয়েছে গতবছর আগস্ট মাসে। প্রায় চার মাস হয়ে গিয়েছে। তাও ইন্ডিয়ান আইডলের প্রতিযোগীদের জনপ্রিয়তা কমেনি এতটুকুও। ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পর থেকেই একাধিক লাইভ শো ও মিউজিক ভিডিওতে ব্যস্ত প্রতিযোগিরা। সম্প্রতি পবনদীপ ও অরুনিতার একটি ফ্যান পেজ থেকে তাদের একটি পুরনো ছোট্ট ভিডিও ক্লিপিংস শেয়ার করতে দেখা গিয়েছে, যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেই ভিডিওতে ছিলেন সাইলি কাম্বলে ও মহম্মদ দানিশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভাইরাল হওয়া ভিডিওটিতে পবনদীপ রাজন, অরুনিতা কাঞ্জিলাল, সাইলি কাম্বলে ও মহম্মদ দানিশকে দেখা যাচ্ছে। সম্ভবত এটি লন্ডনের ভিডিও। ভিডিওটি দেখেই স্পষ্ট সেখানে ভীষণ ঠান্ডা রয়েছে, এমনকি স্নো-ফলও হচ্ছে। আর সেই বরফ পড়ার মুহূর্তে একসাথে দাঁড়িয়ে ছবি তুলেছেন এই চারজন। একেবারে সাধারণ শীতের পোশাকে ছিলেন তারা। সম্ভবত তারা যেখানে ছিলেন তার সামনেই ছিল এই জায়গাটি। উল্লেখ্য, গতবছর শেষের দিকে কানাডা ও লন্ডনে লাইভ শো করতে গিয়েছিলেন তারা। সম্ভবত সেই সময়কারই ভিডিও এটি। ‘পবনদীপ-অরুনিতা ফ্যান’ এই পেজ থেকে শেয়ার করা হয়েছিল ভিডিওটি।

এই ভিডিওটি পুরনো হলেও আবারো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের অনুরাগীদের মধ্যে। পবনদীপ রাজন, অরুনিতা কাঞ্জিলাল, সাইলি কাম্বলে ও মহম্মদ দানিশকে প্রায়ই একসাথে বিভিন্ন জায়গায় দেখা যায় কাজের সূত্রে। লাইভ শো করতে তারা যতবার বাইরে গিয়েছেন, তার মধ্যে শেষ কয়েকবারই তাদের চারজনকে একসাথে যেতে দেখা গিয়েছে। সম্প্রতি আবারো তাদের একই রিল ভিডিওতে দেখা মিলেছে। এটি দেখে খুশি তাদের অনুরাগীরাও। তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই এই চারজনের একসাথে একাধিক ছবি দেখা যাবে। ইন্ডিয়ান আইডল শেষ হলেও তাদের মধ্যেকার সেই বন্ধুত্ব রয়ে গিয়েছে এখনো। তবে পবনদীপ ও অরুনিতাকে আবারও একসাথে দেখতে পেয়ে খুশি তাদের অগণিত ভক্তরা।

About Author