নয়াদিল্লি: ফের অসুস্থ হয়ে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত এগারোটা নাগাদ হঠাৎ প্রবল শ্বাসকষ্ট হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এই মুহূর্তে এইমস হাসপাতালে সিএন টাওয়ারে রয়েছেন তিনি।
জানা গিয়েছে, এইমসের অধিকর্তা ড:, রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন অমিত শাহ। এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে সূত্রের খবর। যদিও এখনও পর্যন্ত হাসপাতালের পক্ষ থেকে কোনওরকম মেডিকেল বুলেটিনে প্রকাশ করা হয়নি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত, মহামারী করোনায় আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। যদিও সেই সময় একটি চিকিৎসক দল সর্বক্ষণ নজর রেখেছিলেন অমিত শাহের ওপর। পরবর্তী সময়ে তাঁর রিপোর্ট নেগেটিভ আসায় তিনি বাড়ি ফিরে যান। সেখানেই আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু গত দু’সপ্তাহ আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়। তারপর চিকিৎসা করে সুস্থ হওয়ায় তিনি বাড়ি ফিরে যান। আর এবার আবার তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং আবার তাঁকে এইমস হাসপাতালেই ভর্তি করা হয়েছে।