Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আর দুদিন পর নিশিরাতে নীল চাঁদের আবির্ভাব ঘটবে

আর মাত্র দু দিনের অপেক্ষা। তারপরেই এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে সকলে। কথায় বলে 'ওয়ান্স ইন আ ব্লু মুন'। অর্থাৎ কোনও বিরল ঘটনাকে বোঝাতে অনেক সময় এই ইংরেজি কথাটি…

Avatar

আর মাত্র দু দিনের অপেক্ষা। তারপরেই এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে সকলে। কথায় বলে ‘ওয়ান্স ইন আ ব্লু মুন’। অর্থাৎ কোনও বিরল ঘটনাকে বোঝাতে অনেক সময় এই ইংরেজি কথাটি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু বাস্তবে এবার আকাশে নীল চাঁদ দেখতে চলেছেন আপনি।

চলতি অক্টোবর মাসে দুটি ফুল মুন ডে রয়েছে। যার মধ্যে একটি পূর্ণিমা ইতিমধ্যেই অক্টোবরের শুরুতে চলে গিয়েছে। আর একটি পূর্ণিমা আজ, শুক্রবার থেকে শুরু হল। আর তার জেরেই আগামী দুদিন পর আকাশে নীল চাঁদ দেখা যাবে। তিরিশ মাস অন্তর এরকম দুটি ফুল মুন ডে একই মাসে আসে। তবে এই নীল চাঁদের অর্থ কী? সত্যি সত্যিই চাঁদকে নীল দেখায়?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

না, আসলে ঠিক সেরকমটা নয়। চাঁদের রং নিশ্চিতভাবেই এই ঐতিহাসিক পূর্ণিমাতে নীল হয়ে যায়, এমনটা বলা যাচ্ছে না। আসলে পৃথিবীর খুব কাছে চাঁদ থাকায় পৃথিবীর ধূলিকণা এবং ধোঁয়ার কণার ফলেই চাঁদকে নীল-নীল রঙের দেখায়। সুতরাং, এই ঐতিহাসিক নীল চাঁদ দেখার জন্য এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই।

About Author