ঘূর্ণিঝড়, ভূমিকম্পের পর এবার পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৮ টি গ্রহাণু, NASA যা বললো

Advertisement

Advertisement

পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রাহাণুর বিষয়ে চূড়ান্ত সতর্ক করল নাসা। সম্প্রতি নাসা জানিয়েছে, ৫ ই জুন থেকে পৃথিবীর কাছাকাছি প্রায় ৮ ধরনের আর্থ অবজেক্ট ঘুরে বেড়াবে। সেন্টার ফর নিয়ার আর্থ অবজেকটস স্টাডিজ এ বিষয়ে বিভিন্ন তথ্য সামনে এনেছে। তারা জানিয়েছে যে, ৫ ই ভোর ৪ টা ৪৪ মিনিটে পৃথিবীর একদম গা ঘেঁষে বেরিয়ে যাবে এক্সটেরয়েড ২০২০ কেএন ৫। এর গতিবেগ প্রতি সেকেন্ডে ১২.৬৬ কিমি থাকবে বলে জানা গেছে। এই গ্রহাণুটি পৃথিবী থেকে ৬১ লক্ষ কিমি দূর দিয়ে দুরন্ত গতিতে বেরিয়ে যাবে জানিয়েছে সিএনইওএস।

Advertisement

এরপর সন্ধ্যা ৫ টা ৪১ মিনিটে আবারও একটি গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে বেরিয়ে যাবে। গ্রহাণু ২০২০ কেএ ৬ পৃথিবীর থেকে ৪৪.১৩ লক্ষ কিমি দূর দিয়ে ছুটে যাবে বলে জানা গেছে। এই গ্রহাণুটির গতিবেগ ঘন্টায় ৪১ হাজার ৬৫২ কিমি হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এরপরের গ্রহাণুটি পৃথিবীকে পাশ কাটিয়ে যাবে ৬ ই জুন। সকাল ৮ টা ৫০ মিনিটে পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে এই এস্টেরেয়ড ২০০২ এনএন ৪।

Advertisement

Advertisement

ঘন্টায় ৪০ হাজার ১৪০ কিমি গতিবেগে ছুটে যাবে এই গ্রহাণুটি। আয়তনে এটি ৫ টি ফুটবল মাঠের সমান হবে বলে জানা গেছে। নাসা জানিয়েছে, এর ব্যাসার্ধ ৫৭০ মিটার। ৬ ই জুন আরও তিনটি গ্রহাণু পৃথিবীর গা ঘেঁষে যাবে। পরদিন ৭ ই জুন আবারও দুটি গ্রহাণু একইভাবে পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।