Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্কুল খুলতেই কলকাতার স্কুলে করোনা পজিটিভ শিক্ষক, কোয়ারেন্টাইনে ১৬ পড়ুয়া

করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে গত বছরের মার্চ মাস থেকে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ ছিল। নতুন বছরের শুরুতে করণা প্যানডেমিক এর প্রভাব কিছুটা আয়ত্তে আসার পর এবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়…

Avatar

করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে গত বছরের মার্চ মাস থেকে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ ছিল। নতুন বছরের শুরুতে করণা প্যানডেমিক এর প্রভাব কিছুটা আয়ত্তে আসার পর এবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল খুলে যাবে। স্কুল খুলে ক্লাস হবে নবম থেকে দ্বাদশ শ্রেণি অব্দি। এবার প্রায় ১১ মাস পর স্কুল খুলতে চলেছে। কিন্তু স্কুল খুললেও মেনে চলতে হবে পর্ষদের দেওয়া নির্দেশিকা।

কিন্তু স্কুল খুলতেই বিপত্তি ঘটলো দক্ষিণ কলকাতার কসবা চিত্তরঞ্জন হাই স্কুলে। নির্দেশিকা মানার পরেও কলকাতার স্কুলে করণা সংক্রমণ ধরা পরল। ঐ স্কুলের এক শিক্ষকের করোনা পজেটিভ ধরা পড়েছে। খবর পেয়ে সেদিন স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার ওই শিক্ষকের সংস্পর্শে আসা ১৬ জন পড়ুয়ার করোনা টেস্ট করা হয়েছে। যদিও এই রিপোর্ট শুক্রবার সকালে পাওয়া যাবে। এখন ইতিমধ্যেই স্কুলে জীবানুমুক্ত করার কাজ শুরু হয়ে গেছে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, স্কুল যাতে আপাতত বন্ধ রাখা হয় তার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রী। ছাত্রদের রিপোর্টের অপেক্ষায় আছে স্কুল শিক্ষা দপ্তর। যদি ছাত্রদের মধ্যে কেউ করোনা পজিটিভ রিপোর্ট হয় তাহলে আরও বেশকিছু ছাত্রকে করোনা রিপোর্ট করাতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্য স্কুল খোলার পর এই প্রথম স্কুলে করোনা সংক্রমনের কথা সামনে এসেছে। দপ্তরের খবর আশার সঙ্গেই তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছে আধিকারিকরা। এরপর তার নজর রাখবে স্কুলগুলিতে সঠিকভাবে তাপমাত্রা পরীক্ষা বা মাক্স পড়া হচ্ছে নাকি। কসবার স্কুলে কেন এমন হলো তানিয়ে স্কুল বিদ্যালয় পরিদর্শক কে আবারো কড়া নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। আপাতত শুক্রবার ছাত্রদের রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ সম্বন্ধে ভাবা হবে।

About Author