নিউজ

ভোট পরবর্তী হিংসা মামলাতে অনুব্রতকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে সিবিআই, শুনানি হবে সোমবার

গত ফেব্রুয়ারি মাসে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতকে একাধিকবার তলব করেছিল সিবিআই

Advertisement

Advertisement

গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকে এবার ভোট পরবর্তী হিংসা মামলাতে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এই মামলায় অনুব্রত মণ্ডল কে প্রথমে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবারে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সরাসরি শীর্ষ আদালতে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার বিচারপতি হেমন্ত গুপ্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।

Advertisement

গত ফেব্রুয়ারি মাসে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডল কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই কর্তৃপক্ষ। কিন্তু সেই সময় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআইয়ের হাজিরা এড়িয়ে যান তিনি। পরে গ্রেফতারের আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে গিয়েছিলেন অনুব্রত। তদন্ত সবরকম সহযোগিতা করতে হবে অনুব্রতকে, এই শর্ত দেওয়ার পাশাপাশি সিবিআই থেকে গ্রেফতার করতে পারবে না বলে জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে এবারে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্ট স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে সিবিআই। তাদের যুক্তি, অনুব্রত রক্ষাকবচ আগাম জামিনের মতই। এর ফলে একদিকে যেমন থেমে যেতে পারে তদন্ত, তেমনি তদন্ত সহযোগিতা না করতে পারেন অনুব্রত।

Advertisement

ভোট পরবর্তী হিংসা মামলায় উচ্চ আদালতের নির্দেশকে হাতিয়ার করে গরু পাচার মামলাতেও একইভাবে রক্ষাকবচ চেয়েছিলেন অনুব্রত মণ্ডল। তবে সেই মামলায় তার চিঁড়ে ভেজে নি। তারপর এই বীরভূমের দাপুটে এই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল সিবিআই। এখন তিনি বর্তমানে জেল হেফাজতে বন্দী।

Advertisement

Recent Posts