দেশে দ্বিতীয় দফার লকডাউন চলছে। আগামী ৩ মে পর্যন্ত লকডাউন চলবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীও। কিন্তু দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে লকডাউন এখন তুলে দিলে আর ও ভয়ানক পরিস্থিতি হবে। তবে দেশের অর্থনৈতিক অবস্থা ক্রমশ নিম্নমুখী। এরকম অবস্থায় লকডাউন না তুললেও হবে না বলে মনে করছেন অর্থনৈতিকবিদরা। লকডাউন কবে উঠবে? উঠলেও কি আগের মতো সব পরিষেবা পাওয়া যাবে? এই নিয়ে জল্পনা তুঙ্গে।
সূত্রের খবর অনুযায়ী ৩ মে পর লকডাউন উঠতে পারে। তবে তার জন্য থাকবে বিশেষ কিছু শর্ত। যে জেলা বা এলাকাগুলিতে একমাস ধরে কোনও নতুন সংক্রমণ হয়নি, সেখানে লকডাউন উঠে যেতে পারে। এছাড়া ছোট শহর ও জেলাতে লকডাউন শিথিলের সম্ভাবনা আছে। অফিস-কাচারী খুলতে পারে, তবে মানতে হবে বিশেষ শর্ত। যেসব এলাকা হটস্পট সেখানে বাসের স্টপেজ থাকবে না। লকডাউন উঠলেও ট্রেন চলার সম্ভাবনা কম। বিমান চালানোর সম্ভাবনা ও কম।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজানা গেছে যে কোনও বড় শহরে উঠছে না লকডাউন। ধর্মীয় প্রতিষ্ঠান ও অন্যান্য সব জমায়েতে নিষেধাজ্ঞা থাকবে। লকডাউন উঠলেও খুলবে না বার, রেস্তোরাঁ, শপিং মল, মাল্টিপ্লেক্স। খুলবে না থিয়েটার ও সিনেমা হল। দেশের কোনো বড়ো শহরে লকডাউন উঠবে না বলে জানা গেছে। কারণ বড়ো শহরগুলিতে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই এই জায়গাগুলিতে লকডাউন ওঠার সম্ভাবনা কম বলে জানা গেছে।