আফ্রিদি-গম্ভীরের ট্যুইট যুদ্ধ! উত্তাল নেট দুনিয়া!

Advertisement

Advertisement

সুরজিৎ দাস: কাশ্মীর ইস্যুর ছায়া পড়লো এবার ক্রিকেট মহলে মাঠের ভেতর যেমন বাকযুদ্ধর জড়াতেন পাকিস্তানি ক্রিকেটার আফ্রিদি ও ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর তেমনই মাঠের বাইরেও সোশ্যাল নেটওয়ার্ক এ মাঝেমধ্যেই বিতর্কে জড়ান এই দুই ক্রিকেটার। ৩৭০ ধারা বাতিলের পরেই দুই ক্রিকেটার ট্যুইটারে বাকযুদ্ধে জড়ান তখন সেটা নিয়ে বতর্ক হয় প্রচুর। আবার সেই একই ইস্যুতে বাকযুদ্ধে জড়ান তারা আফ্রিদি এদিন তার ট্যুইটার হ্যান্ডেলে লেখেন ‘কাশ্মীরি ভাইদের পাশে দাড়ানোর সময় এসেছে খুব শীঘ্রই আমি কাশ্মীর যাচ্ছি।’ এরপরেই ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর লেখেন ‘আফ্রিদি কে বুঝিয়ে কোনো লাভ নেই ও কবে পরিণত হবে সেটা কেউ জানে না এবার ওর দায়িত্ব আমাকেই নিতে হবে, আমি অনলাইনে ভালো কিন্ডারগার্ডেন এর সন্ধান করবো।’ এইবার তাদের এই ট্যুইট যুদ্ধে ইতিমধ্যে নেটিজেন দের মধ্যে আগ্রহ বেড়েছে ফলে ক্রমেই তা ভাইরাল রূপ নিচ্ছে।

Advertisement

Recent Posts