আফগানিস্তানের দক্ষিণ হেলমেন্দে দুটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরে ব্যপক উত্তেজনা ছড়িয়েছে। আবার অন্য এক সূত্র থেকে জানা গিয়েছে এই ঘটনায় এখনও অবধি ৮ জনের মৃত্যু হয়েছে৷
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রান্তীয় গভর্নর প্রবক্তা উমর জবাক জানিয়েছেন নবা জেলায় এই মারাত্মক ও মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ এই প্রদেশের রাজধানী লস্কর গাহ-র দক্ষিণ পশ্চিমে রয়েছে নবা ই বারাকাজাইত, ওখানেই এই ঘটনা ঘটেছে।
বেশ কদিন ধরেই ওই এলাকায় দুপক্ষের মধ্যে অশান্তি চলছে বলে জানা গিয়েছে। এমনকি লস্কর গাহ দখল করার জন্য পাশের দুটি প্রদেশ থেকে তালিবানরা স্থানীয় জঙ্গিদের সঙ্গে মিলিত হয়েও হামলা চালাচ্ছে৷