Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Adipurush: মুক্তি পেল ‘আদিপুরুষ’এর মোশান পোস্টার, কৃতি স্যাননের চোখে ফুটে উঠল মা জানকির ব্যথা

Updated :  Saturday, April 29, 2023 6:36 PM

খুব শীঘ্রই একেবারে ভিন্ন রূপে পর্দায় ফিরতে চলেছেন কৃতি স্যানন। ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’এর সূত্র ধরেই ফিরতে চলেছেন অভিনেত্রী। ছবিতে মা জানকির চরিত্রে দেখা মিলবে তার। তার বিপরীতে রাঘব অর্থাৎ রামচন্দ্রের চরিত্রে থাকবেন প্রভাস। সম্প্রতি আসন্ন এই ছবির মোশান পোস্টার মুক্তি পেতেই শোরগোল নেটপাড়ায়। অভিনেত্রীর চোখে মা জানকির ব্যথা অনুভব করলেন দর্শকরা। আপাতত, সেই প্রসঙ্গেই মিডিয়ার পাতায় চর্চা তুঙ্গে।

‘আদিপুরুষ’এর মোশান পোস্টার মুক্তির দিন হিসাবে বেছে নেওয়া হল এই সীতা নবমীর দিনটিকেই। রামায়ণের গল্প অবলম্বনেই তৈরি হচ্ছে ‘আদিপুরুষ’। ছবিতে দক্ষিণী অভিনেতা প্রভাসকে মানানসই গেরুয়া বসনে তীর ধনুক নিয়েই দেখা যাবে, তা অবশ্য পোস্টারে তার লুক থেকেই স্পষ্ট। তবে পোস্টের মুক্তি পাওয়ার পর থেকেই অভিনেত্রীর লুক নিয়ে তুমুল শোরগোল মিডিয়ামহলে।

পোস্টারে কৃতিকে ধূসর শাড়িতে ও গেরুয়া চাদর জড়িয়েই দেখা গিয়েছে। হালকা গয়নার পাশাপাশি তার সিঁথিতে ছিল সিঁদুর। কপালে ছিল সিঁদুরের টিপও। চোখে ছিল বেদনায় ভরা অশ্রু, যা নজর কেড়েছে একাংশের। বেশিরভাগের মত, অভিনেত্রী নিজের চেহারায় মা জানকির ব্যথা বেদনা তুলে ধরতে পেরেছেন। আপাতত বলাই বাহুল্য, অভিনেত্রী ভক্তদের পাশাপাশি সিনেমাপ্রেমীদের একাংশ এই মুহূর্তে ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন।

উল্লেখ্য, ‘আদিপুরুষ’ চলতি বছরের‌ ১৬-ই জুন মুক্তি পেতে চলেছে। আসন্ন ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষাতে মুক্তি পেতে চলেছে। থ্রিডি এফেক্টেও দেখা যাবে ছবিটি। এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, ওম রাউত, প্রসাদ সূত্র, রাজেশ নায়ার। আপাতত, মোশান পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুণছেন ছবির কলাকুশলীদের পাশাপাশি সিনেমা প্রেমীরাও।