Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Super Dancer Chapter 4: সপ্তাহের শুরুতেই সেটে কামব্যাক শিল্পা শেট্টির

গত মাসে শেট্টি আর কুন্দ্রা পরিবারে ঝড় আসে। পর্নকান্ডে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার নাম আসে। এরপর রাজের গ্রেফতারের পর থেকেই উত্তাল টিনসেল টাউন। রাজের গ্রেফতারির পর থেকেই একের পর…

Avatar

By

গত মাসে শেট্টি আর কুন্দ্রা পরিবারে ঝড় আসে। পর্নকান্ডে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার নাম আসে। এরপর রাজের গ্রেফতারের পর থেকেই উত্তাল টিনসেল টাউন। রাজের গ্রেফতারির পর থেকেই একের পর এক অজানা তথ্য সকলের সামনে এসেছে। সব অভিযোগ শিল্পার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, পাল্টা অভিযোগ, অভিযোগ অস্বীকার। এই সবের মধ্যে পেরিয়ে গিয়েছে বেশ কিছুটা সময়।

রাজের গ্রেফতার হওয়ার পর নিজেকে কার্যত দূরে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী। এমনকি নাচের রিয়েলিটি শো থেকেও সরে দাঁড়িয়েছেন শিল্পা। প্রথম কিছুদিন চুপ থাকার পর নিজের বক্তব্য স্পষ্ট করেছিলেন অভিনেত্রী। তবে স্বামীর গ্রেফতারের পর যখন বান্দ্রাতে তল্লাশি চলে তখন পুলিশের সামনে স্বামীর ওপর গর্জে উঠেছিলেন অভিনেত্রী। এই ঘটনার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে অভিনেত্রীর ওপর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সেই সময় এও প্রশ্ন উঠেছিল রাজের গ্রেফতারের ঘটনা কতটা প্রভাব ফেলতে পারে শিল্পার কেরিয়ারে? অনেকে ভেবেছিল স্বামীর কুকীর্তির জন্য অভিনেত্রীকে এই ড্যান্স রিয়্যালিটি শোয়ের বিচারক পদ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এই সময়ে এই রকম জল্পনা নানান ভাবে শোনা যাচ্ছিল। তবে আর না অনেক দিন নিজেকে নির্বাসনে থেকেছেন। পুরোনো সব কিছুকে নস্যাৎ করে দিয়ে আগের ফর্মে ফিরছেন নায়িকা।

Super Dancer Chapter 4: সপ্তাহের শুরুতেই সেটে কামব্যাক শিল্পা শেট্টিরb

অবশেষে সুপার ড্যান্সারের শ্যুটিং ফ্লোরে ফিরলেন শিল্পা। মঙ্গলবার ‘সুপার ডান্সার’-এর শ্যুটিং ফ্লোরে হাজির হয়েছেন শিল্পা। জানা গিয়েছে, শোয়ের নির্মাতারা শুরু থেকেই চাইছিলেন শিল্পা এই শোয়ে ফিরে আসুক। তাঁরা চেয়েছিলেন এইসব সমস্যার সঙ্গে লড়াই করবার জন্য সময় নিয়ে খুশি মনে ফিরুক। অভিনেত্রীর কামব্যাকের দিন এই সেটে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় শিল্পাকে। যা দেখে শিল্পা বেশ আবেগঘন হয়ে পড়েছিলেন তিনি।

প্রসঙ্গত, শিল্পার অনুপস্থিতিতে সুপার ডান্সারের সেটে দেখা পাওয়া গিয়েছে বিশেষ অতিথি বিচারকদের। সোনালি বেন্দ্রে, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, করিশ্মা কাপুরের মতো বিশেষ স্টাররা উপস্থিত ছিলেন। এই সপ্তাহের উইকেন্ড থেকেই সোনি টিভিতে জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে ফের বিচারকের ভূমিকায় দেখা যাবে শিল্পাকে। অভিনেত্রীকে আবার বিচারক হিসেবে পেয়ে সকলেই খুশি।

About Author