আমাদের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বেড়ে চলেছে। মানুষ এটি এমন একটি প্লাটফর্ম হিসেবে ধরে নিয়েছে যার মাধ্যমে সারা বিশ্বের কাছে নিজেকে এবং নিজের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হয়। যত দিন যাচ্ছে ততই মানুষ যেন আরো বেশি এই ডিজিটাল দুনিয়ার ওপরে নির্ভর হয়ে পড়ছে।
প্রায় প্রতিদিন আমরা কিছু না কিছু নতুন ঘটনার সাক্ষী ঘরে বসেই। এই সোশ্যাল মিডিয়ায় নানান রকমের ঘটনার সাথে সাথে আমরা সাধারন মানুষের এমন অনেকই সুপ্ত প্রতিভার সন্ধান পাচ্ছি যা তার জীবনকে অন্য মাত্রায় নিয়ে যেতে সাহায্য করে।এখনকার বাস্তব জীবনে যে ব্যস্ততা এবং নিজেকে শীর্ষে পৌঁছানোর জন্যে যে প্রতিযোগিতা তার জন্য নিয়ত লড়াই করে চলেছি আমরা সকলেই, এই ব্যস্ততা থেকেই নিজের মনকে কিছুটা মুক্ত করার জন্য আমরা এই সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হই। বিভিন্ন ঘটনার সাথে সাথে নানা রকম মানুষের নানারকম প্রতিভা নাচ-গান আঁকা ইত্যাদি সব রকমের প্রতিভারই ঝালক আমরা দেখতে পাই। এই লকডাউন এ সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের ঝোঁক আরো বেশি করে বেড়েছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই নিজদের সময় কাটিয়েছেন এই সোশ্যাল মিডিয়াতেই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowhttps://www.instagram.com/reel/CEwM1tjndj6/?igshid=dvhzfasigp68
আমরা সকলেই অভিনেতা অভিনেত্রীদের অফস্ক্রিন অ্যাক্টিভিটি দেখার জন্য কৌতুহলী হয়ে থাকি। এমন একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শর্মিষ্ঠা আচার্য তাই ইন্সটাগ্রামের রিল ভিডিওর মাধ্যমে চরম ভাইরাল হয়েছে। তিনি বিভিন্ন বাংলা টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। সম্প্রতি তার ইনস্টাগ্রামে স্বল্প ওয়েস্টার্ন ড্রেস পড়ে বলিউড হিন্দি গানের অসাধারণ নাচ ভাইরাল হয়েছে।