Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রুপে অনন্যা, খোলা চুল, কাঁধ খোলা ব্লাউজ! বোল্ড লুকে ভাইরাল অভিনেত্রী ঋতুপর্ণা

Updated :  Sunday, July 11, 2021 10:16 AM

কখনো হট প্যান্ট, বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন ঋতুপর্ণা তো কখনো শাড়িতে মন ভোলাচ্ছেন অভিনেত্রী। কিছু মাস আগে পর্যন্ত সিঙ্গাপুরের ৩৭ তলায় বন্দি ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা, ফিরেছেন কলকাতায়। স্বামীকে ছাড়াই কলকাতায় কাজ করছেন তিনি। এই মুহূর্তে ঋতুপর্ণার স্বামী সঞ্জয় রয়েছেন সিঙ্গাপুরে, কারণ শাশুড়ি মা অসুস্থ। কিন্তু, ঋতুপর্ণা ফিরেছেন কলকাতায় শুধু মাত্র শ্যুটিং এর জন্য। বীণা বক্সীর ‘ইত্তর’ (আতর) ছবির শ্যুটিংয়ের জন্য কলকাতায় আছেন তিনি।

কলকাতায় একা ফেরার আরো দুটি কারণ হিসেবে ঋতুপর্ণা বলেছেন এক তার শ্বাশুড়ি মা অসুস্থ এবং দুই নিজের মা, বহুদিন মেয়েকে দেখেননি, তাই দুই মা আর শ্যুটিং সব মিলিয়ে কলকাতা ফেরা ঋতুপর্ণার। এখানে ফিরেই কাজের ব্যস্ততা। করতে হবে অচেনা উত্তম ছবির শ্যুটিং। এদিকে ১১ জুন ‘হইচই’-তে মুক্তি পায় ঋতুপর্ণার নতুন ছবি ‘দ্য পার্সেল’। কিছুদিন আগে দার্জিলিঙে নতুন হিন্দি ছবি ‘সল্ট’-এর শ্যুটিংয়ে অংশ নেন তিনি।

সিনেমা, শ্যুটিং ছাড়াও বোল্ড ফটোশুটে মাত দিচ্ছেন অভিনেত্রী। একেক সময় একেক রকম লুকে হাজির তিনি। কখনো ওয়েস্টার্ন লুক তো কখনো বিকিনি তো কখনো একদম ইন্ডিয়ান শাড়ি লুকে। সম্প্রতি, একটা পিঙ্ক শাড়িতে হাজির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। খোলা চুল, গোলাপী শাড়িতে ঋতুপর্ণা একদম অনন্যা।