Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ritabhari Chakraborty: ‘মায়ের জন্মদিন কী মাতৃদিবস নয়’? জন্মদিনে সকলের কাছে প্রশ্ন ঋতাভরীর

শতরূপা স্যানাল! ইনি একজন লেখিকা, পরিচালক, কবি, ডাক্তার, কম্পোজার, সমাজসেবী কিন্তু সবকিছুর ওপরে তিনি একজন মা...একজন মা! ঋতাভরী আর চিত্রাঙ্গদা সেনগুপ্তের মা। পাশাপাশি তিনি অত্যন্ত লড়াকু এক মহিলা। তাঁর বিবাহিত…

Avatar

By

শতরূপা স্যানাল! ইনি একজন লেখিকা, পরিচালক, কবি, ডাক্তার, কম্পোজার, সমাজসেবী কিন্তু সবকিছুর ওপরে তিনি একজন মা…একজন মা! ঋতাভরী আর চিত্রাঙ্গদা সেনগুপ্তের মা। পাশাপাশি তিনি অত্যন্ত লড়াকু এক মহিলা। তাঁর বিবাহিত জীবন ছিল না মধুর। অভিনেত্রীর মা গার্হস্থ্য ঝামেলা থেকে দূরে সরে দুই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। দাদু-দিদার কাছে মেয়েদের নিয়ে থাকেন। তারপরেই শতরুপা পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন মা। ‘অনু’ তৈরি করে টলি ইন্ড্রাস্টিতে নিজের জায়গা পাকাপোক্ত করেন। বরাবরই শতরুপা যশ-খ্যাতির চেয়ে মনুষ্যত্বকে বেশি গুরুত্ব দিয়ছেন।

আজ ঋতাভরী আর চিত্রাঙ্গদাও মানুষের মতো মানুষ হয়েছেন। এখন মা ও মেয়ের মতো বাচ্চাদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। দুজনেই নিজেদের কেরিয়ারে সফলতা অর্জন করেছেন। অভিনেত্রী ঋতাভরীর কাছে তাঁর মা হলেন আদর্শ। আজ অভিনেত্রীর মায়ের জন্মদিন। এইদিন তিনি সকলের কাছে প্রশ্ন রাখেন মায়ের জন্মদিন কি মাতৃদিবস হতে পারে না? এদিন মায়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। পোস্টে লিখলেন এক আবেগঘন লম্বা পোস্ট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Ritabhari Chakraborty: 'মায়ের জন্মদিন কী মাতৃদিবস নয়'? জন্মদিনে সকলের কাছে প্রশ্ন ঋতাভরীর

ইন্সটাগ্রামে ঋতাভরীর শেয়ার করা ছবিতে কখনও ঋতাভরী ও তাঁর মা মজা করে হেসে গড়িয়ে পড়ছেন। কখনও বা উঠে এসেছে অভিনেত্রীর শৈশবের মুহূর্ত। কখনও একটি ছোট্ট ভিডিয়োতে দেখা যাচ্ছে স্পেশ‍্যাল চাইল্ডদের জন্য তৈরি স্কুলে আনন্দ করছেন ঋতাভরী ও শতরূপা। এদিন অভিনেত্রী ক্যপাশানে লেখেন, ‘শুভ জন্মদিন মা না কি আমার মাতৃদিবস বলা উচিত? ডা. শতরূপা সান্যাল একজন লেখিকা, পরিচালক, কবি, ডাক্তার, কম্পোজার, সমাজসেবী কিন্তু সবকিছুর ওপরে তিনি একজন মা…একজন মা!’ মায়ের প্রশংসায় লম্বা একটি পোস্ট লেখেন তিনি। তাঁর সাহচর্যে থাকা সমস্ত নারী, অবলা প্রাণী যেভাবে সকলকে আগলে রেখেছেন, তাঁর জন্য কুর্নিশ জানিয়েছেন অভিনেত্রী। এরপর অনুরাগীরা শতরুপা দেবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতবার্তা টিমের তরফ থেকে ডাঃ শতরুপা স্যানালের জন্মদিনের একরাশ শুভেচ্ছা ।

About Author