Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লাল শাড়িতে মার্কিন মুলুকে করভা চৌথ-এর ব্রত রাখলেন প্রিয়াঙ্কা চোপড়া

Updated :  Thursday, November 5, 2020 2:20 PM

বিদেশের মাটিতে থেকেও দেশের সংস্কৃতি ভোলেননি মার্কিন বধূ প্রিয়াঙ্কা। লাল শাড়িতে অনন্যা হয়ে উঠেছেন দেশি গার্ল। স্বামী নিকের জন্য রাখলেন করভা চৌথ- এর ব্রত। স্বামী নিক জোনাসের সঙ্গে চাঁদ দেখে লস এঞ্জেলসের বাড়ি থেকেই পালন করলেন এই ব্রত।

 

View this post on Instagram

 

Happy Karwa Chauth to everyone celebrating.❤️ I love you @nickjonas

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

লাল শাড়ি পড়ে মহাদেবের মূর্তির সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন মার্কিন বধূ। অন্য সংস্কৃতিতে সংসার পাতলেও নিজের সংস্কৃতি যথাযথ পালন করেন অভিনেত্রী। আর তাই নিকের দীর্ঘ আয়ু কামনায় পালন করলেন এই ব্রত, করলেন উপোষ। প্রিয়াঙ্কার এমন ভাবমূর্তি দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কোজাগরী লক্ষ্মী পুজোর ৪ দিন পর পালন করা হয় এই ব্রত। তাই মার্কিন মুলুকে বসেই তিথি নক্ষত্র মিলিয়ে পালন করলেন এই বিশেষ অনুষ্ঠান স্বামী নিকের সঙ্গে। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা এবং রাজকুমার রাওয়ের সিনেমা হোয়াইট টাইগারের ট্রেলার। যুক্তরাষ্ট্রে বসেই ওই সিনেমার প্রমোশন করেন পিগি।