Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Oindrila Saha: মাঝ রাস্তায় ল্যাম্পপোস্ট ধরে হিন্দি গানে তুমুল নাচ নিপার! রইলো ভিডিও

রাত ৮টা বাজলে কোনো কাজ না। শুধু মিঠাই হলেই চলবে। একের পর এক টুইস্ট এনে টিআরপি তালিকায় এক নম্বর জায়গা ধরে রেখেছে সকলের প্রিয় মিঠাই। আপাতত তুফান মেল মিঠাই আর…

Avatar

By

রাত ৮টা বাজলে কোনো কাজ না। শুধু মিঠাই হলেই চলবে। একের পর এক টুইস্ট এনে টিআরপি তালিকায় এক নম্বর জায়গা ধরে রেখেছে সকলের প্রিয় মিঠাই। আপাতত তুফান মেল মিঠাই আর তাঁর উচ্ছেবাবু সিদ্ধার্থ-র মধ্যে সম্পর্ক টক-মিষ্টি সম্পর্ক দেখার জন্য মুখিয়ে সারা বাংলা। উচ্ছেবাবু আর মিঠায়ের কখনো ঝগড়া তো রাগ। অবশ্য এই ধারাবাহিকে মিঠাই আর উচ্ছেবাবু ছাড়া ও অন্যান চরিত্র বেশ জনপ্রিয়। যেমন নিপা চরিত্রটা বেশ জনপ্রিয়। মিঠাইয়ের আদুরে ননদ হল নীপা।

সম্প্রতি নীপা আর রুডির জুটিকে দর্শক ও বেশ ভালোবাসা দিচ্ছে। নিপা এখন নিজের দাদাভাই আর মিঠাইয়ের মিল করাতে বেজায় ব্যস্ত আছে। মিঠাই ধারাবাহিকের নিপা ওরফে ঐন্দ্রিলার জনপ্রিয়তা বেশ ব্যপক। বাংলার সেরা ধারাবাহিক মিঠাইতে এখন নিপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। বর্তমানে নীপা ওরফে ঐন্দ্রিলা একদিকে নিজের পড়াশোনা তো অন্যদিকে নিজের অভিনয় নিয়ে বেশ ভালোই ব্যস্ত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ধারাবাহিকের অভিনয়ের পাশাপাশি কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় অভিনেত্রী। প্রায়শই নিজের নানান ফটোশ্যুট আর রিল ভিডিও নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। সম্প্রতি নীপা থুরি ঐন্দ্রিলা শ্যুটিং সেটে ২৫ বছরের পুরনো হিন্দি গান ‘আজ ম্যায় উপার আসমা নীচে’তে নাচ করতে দেখা যায় তাঁকে। রাস্তার মাঝে ল্যাম্পপোস্ট ধরে তুমুল নাচলেন অভিনেত্রী। এই ভিডিও শেয়ার হতেই হু হু করে ভাইরাল হয়েছে। অনেকে অভিনেত্রীর নাচের প্রশংসা করেছেন। নেটিজেনদের বেশ মনে ধরেছে এই নতুন রিল ভিডিও।

খুব ছোট বয়সে টেলি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বর্তমানের নীপা ওরফে ঐন্দ্রিলা। ড্যান্স বাংলা ড্যান্স রিয়ালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন তিনি। এরপরই ধীরে ধীরে অভিনয় জগতে প্রবেশ। এমনকি বড় পর্দাতেও অভিনয় করেছেন। তবে নাচকে মন থেকে ভালোবাসেন ঐন্দ্রিলা। উল্লেখ্য, এবারের জি বাংলার মহালয়াতে দেবীর কুমারি রূপের নাম বালা ত্রিপুরা সুন্দরী এইরূপে দেখা যাবে অভিনেত্রীকে।

About Author