ছেলে একটু বড় হয়েছে তাই এবার ফিটনেসে মন দিলেন অভিনেত্রী। ট্রেনারকে সঙ্গে নিয়েই মেতে উঠেছেন জুম্বা প্র্যাকটিসে। নিজের ইন্সটাগ্রামে সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘জুম্বা সেশনের মাঝে একটু মজার স্টেপস।’View this post on Instagram
কিছুদিন আগে স্বামী নিসপাল সিং রানের ড্রেস পরেই শরীর চর্চায় ডুবে যান অভিনেত্রী। নিজের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে লেখেন, ‘বরের ওয়ার্ডরোব থেকে জামা ধার করে প্রায় একবছর বাদে ফিরে এলাম পুরনো রুটিনে ৷ ফের শুরু আমার ফিটনেস রুটিন ৷ নো পেইন, নো গেইন !’Happily borrowing tees from Bor’s wardrobe ?back to my fitness training after more than a year now…tough? ….ya…no pain no gain? pic.twitter.com/vrNO2kwsOB
— Koel Mallick (@YourKoel) August 12, 2020