Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রুপোলি রঙের বিকিনি, উন্মুক্ত ক্লিভেজে হটনেস অভিনেত্রী কৌশানী, ভাইরাল ছবি

এই মুহূর্তে টলিটাউনের ‘হট’ স্টারদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী কৌশানী। সম্প্রতি ভাইরাল হলো তাঁর একটি ছবি। ছবিটি কৌশানী নিজেই ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। তাঁর পরনে রয়েছে নীল রঙের প্রিন্টেড শ্রাগ। শ্রাগের…

Avatar

এই মুহূর্তে টলিটাউনের ‘হট’ স্টারদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী কৌশানী। সম্প্রতি ভাইরাল হলো তাঁর একটি ছবি। ছবিটি কৌশানী নিজেই ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। তাঁর পরনে রয়েছে নীল রঙের প্রিন্টেড শ্রাগ। শ্রাগের ফাঁকে উঁকি মারছে ডার্ক সিলভার রঙের বিকিনি টপ। কৌশানী এই ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তাঁর ছবির জন্য কোনো ক্যাপশন প্রয়োজন নেই, তাঁর মুখের রিয়্যাকশনই এই ছবির মূল ক্যাপশন। বলা বাহুল্য, কৌশানীর এই ‘হট’ অবতার নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। তাঁর ছবি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে গেছে। তবে এই ছবিটি শেয়ার করার জন্য কৌশানীকে অনেকেই ‘গরিবের মিয়া খলিফা’ বলেও ট্রোল করেছেন।

2015 সালে কৌশানী একটি বিউটি কনটেস্ট জেতার পর রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ফিল্মের মাধ্যমে টলিউডে ডেবিউ করেন। এই ফিল্মে তাঁর বিপরীতে নায়ক ছিলেন বনি সেনগুপ্ত। এরপর 2016 সালে তাঁকে দেখা যায় রাজা চন্দ পরিচালিত ফিল্ম ‘কেলোর কীর্তি’-তে। 2019-এ তিনি একটি ফ্যাশন ক্যালেন্ডার-এ মডেলিং-এর কাজ করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘পারবো না আমি ছাড়তে তোকে’-এর সেটে কৌশানীর সঙ্গে আলাপ হয় অভিনেতা বনি সেনগুপ্ত-এর। তাঁদের প্রেমের সম্পর্ক তৈরি হতে বেশি দেরি হয়নি। এই লকডাউনেও বনি ও কৌশানীর পরিবার একসঙ্গেই এক বাড়িতে ছিলেন। কৌশানী বনিকে নিত্যনতুন রান্না করে খাইয়েছিলেন। এই মুহূর্তে দুজনে চুটিয়ে প্রেম করছেন।

About Author