Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লাল শাড়ি পরে লালবাগের রাজার দরবারে পৌঁছলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন, এমন ছবি সামনে এসেছে

Updated :  Sunday, September 4, 2022 2:28 PM

বলিউড অভিনেত্রী এবং প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চন তার সৌন্দর্য এবং শালীনতার জন্য অত্যন্ত পরিচিত গোটা ভারতের। তার পাশাপাশি, তিনি ঈশ্বরের প্রতিও রাখেন গভীর বিশ্বাস। অন্যান্য বলিউড সেলিব্রিটিদের মতই ঐশ্বর্য রাই বচ্চনও তার পরিবারের সঙ্গে প্রত্যেকটি উৎসব পালন করে থাকেন। আর প্রত্যেক বছরের মতো এইবারেও গণেশ পূজো নিয়ে মেতে উঠলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। গোটা পরিবারের সঙ্গে তাকে এই গনেশ উৎসব পালন করতে দেখা গেল। সঙ্গেই ছিল অগুনতি ভক্তের ঢল, যারা শুধুমাত্র এসেছিলেন ঐশ্বর্য রাই বচ্চনের গণেশ পূজোর কিছু মুহূর্ত উপভোগ করার জন্যই।

করোনা মহামারীর কারণে গত বছরের গণেশ পূজো খুব একটা ভালোভাবে মুম্বাইতে পালিত না হতে পারলেও এবারে ব্যাপারটা ছিল সম্পূর্ণ আলাদা। করোনাভাইরাসের সমস্ত ভ্রুকুটি কাটিয়ে উঠে আবারো স্বাভাবিক হয়েছে ভারত। আর সেই স্বাভাবিকতার কারণেই এবারে মুম্বাইয়ের জায়গায় মহা ধুমধাম এর সাথে পালন করা হয়েছিল গণেশ পুজো। প্রতিবারের মতোই এবারও লালবাগে গনেশ পূজা দিতে পৌঁছেছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন। এইবারে যদিও অভিনেত্রীর কোন ছবি সামনে আসেনি, তবে শোনা গিয়েছে, গণেশ মন্দিরে পুজো দেওয়ার সময় তার পরনে ছিল প্রত্যেকবারের মতোই একটি ট্র্যাডিশনাল লাল শাড়ি।

২০২১ এর গণেশ পূজোর কিছু ছবি এখনো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে রয়েছে যেখানে সেই একই লাল শাড়ি পরে গণেশ মূর্তি দর্শনে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। এই ছবি দেখার পর অভিনেত্রীর বড় সমালোচকরাও বলতে বাধ্য হয়েছিলেন, ঐশ্বর্য রাই বচ্চন একজন ভালো অভিনেত্রী হবার পাশাপাশি একজন পারফেক্ট গৃহবধূও বটে। অভিনয়ের পাশাপাশি ভগবানের উপরেও তার রয়েছে গভীর বিশ্বাস। মাঝেমধ্যেই নিজের পুরো পরিবারের সঙ্গে তীর্থক্ষেত্রে যান ঐশ্বর্য রাই বচ্চন। বচ্চন পরিবারের সঙ্গেই একসাথে পালন করেন সমস্ত পুজো।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই সমস্ত ছবি দেখেই বোঝা যায়, ভগবানের প্রতি কতটা আস্থা রাখেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। গণপতি বাপ্পার আশীর্বাদকে সাথে নিয়ে এভাবেই যেন তার বাকি জীবনটাও কাটে, এমনটাই আশা করেন সকলে।