‘পরিবার তন্ত্র’ এবং ‘দুর্নীতি নিয়ে কুলতলির সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

পরিবার তন্ত্র এবং দুর্নীতি নিয়ে বিজেপিকে ওপেন চ্যলেঞ্জ অভিষেকের (Abhishek Banerjee)

Advertisement

Advertisement

ভোটের ময়দানে একের পর এক বাক্যযুদ্ধ হতে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) মাঝে। রবিবার কুলতলির সভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম নিয়ে সরাসরি আক্রমণ করলেন শাসক শিবিরের যুব নেতা। এই দিন অধিকারী পুত্রের নাম নিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,”ঘুষখোর শুভেন্দু অধিকারী, তোর ক্ষমতা থাকলে আমার নামে মামলা করে দেখা।” দুর্নীতি এবং পরিবারতন্ত্র। এই দুই দিয়ে বহুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী পক্ষ। আজ তথা রবিবার এই দুই বিষয়েই কুলতলির সভামঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন শাসক শিবিরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার শুধু শুভেন্দুর নাম নিয়েই না, দিলীপ ঘোষকে ‘ঘুষখোর’ ও অমিত শাহকে ‘বহিরাগত’ বলেও নিশানা করেছেন শাসক শিবিরের যুব নেতা।

Advertisement

এইইন কুলতলির সভা থেকে সরাসরি কেন্দ্রকে চ্যালেঞ্জ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য,”বারবার যে পরিবারতন্ত্র নিয়ে বলা হয়, আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্র সংসদে বিল আনুক। প্রতি পরিবার থেকে একজন রাজনীতিতে আসুক। আমি তাতে প্রথম ভোট দেব এবং তারপরেই রাজনীতি ছেড়ে দেব। কেবল মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন আমাদের পরিবার থেকে।”

Advertisement

মেদিনীপুরে শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যোগদানের পরে শুভেন্দু স্লোগান তুলেছিলেন,’তোলাবাজ ভাইপো হঠাও’। এরপর খেজুরির সভা থেকে শুভেন্দু রীতিমতো নাম করে বলেন, ‘তোলাবাজ ভাইপো অভিষেক হঠাও।’ এরপরেই আইনি পদক্ষেপ করেন অভিষেক। শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩৬ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। না হলে উপযুক্ত আইনি পদক্ষেপ করবেন বলে আইনজীবীর মাধ্যমে হুঁশিয়ারিও দেন অভিষেক।

Advertisement

Recent Posts