Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শুরু হচ্ছে ডিজিটাল রেশন কার্ডে আধার নথিভুক্তিকরণ! জেনে নিন কবে থেকে?

Updated :  Monday, September 23, 2019 9:11 AM

ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার নথিভুক্তিকরণের কাজ শুরু হচ্ছে। সোমবার থেকেই এই কাজ শুরু করছে খাদ্য দফতর। খাদ্য দফতরের স্থানীয় অফিসে সোম থেকে শনিবার পর্যন্ত কাজের দিনগুলিতে নথিভুক্তিকরণ করা হবে।

এছাড়া চলতি সপ্তাহে ২ দিন, মঙ্গল ও বুধবার রেশন দোকানে ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস (ই-পস) যন্ত্রের মাধ্যমেও এই নথিভুক্তিকরণের কাজ করা হবে। “সব রেশন গ্রাহকের আধার নথিভুক্তিকরণ বড় কাজ। সেইজন্যে কয়েক মাস সময় লাগবে।” , জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

গত ১৮ সেপ্টেম্বর একটি নির্দেশিকা জারি করেছে খাদ্য দফতর। খাদ্য দফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, রেশন দোকানে সরকারি ভর্তুকিতে খাদ্য পেতে হলে রেশন গ্রাহকদের আধার নথিভুক্তিকরণ করতে হবে। আধার নথিভুক্তিকরণ না হলে আগামীদিনে তাঁরা ভর্তুকিতে চাল-গম  কিছুই পাবেন না।খাদ্য দফতরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে রেশন গ্রাহক তাঁর পরিবারের সব সদস্যের আধার নম্বর দিয়ে নথিভুক্তিকরণ করাতে পারবেন।

ফলে পরিবারের একজন সদস্য এসে আধার নম্বর যাচাই করিয়ে পরিবারের সবার বরাদ্দের খাদ্য সংগ্রহ করতে পারবে। গ্রাহকের মোবাইল নম্বরও যন্ত্রে নথিভুক্ত করা হবে। রেশন নেওয়ার সময় নথিভুক্ত মোবাইলে আসা ওটিপি ই-পস যন্ত্রে দিতে হবে। এতে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আসবে বলে মনে করে খাদ্য দফতর৷