Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিয়ের পর আধার কার্ডের ‘সার্নেম‘ পরিবর্তন করতে চান? অনলাইনে ঘরে বসেই করুন এই সহজ উপায়ে

Updated :  Tuesday, January 16, 2024 8:52 PM
aadhar card update

আজকের দিনে আধার কার্ড একটি অপরিহার্য পরিচয়পত্র। সরকারি এবং বেসরকারি বিভিন্ন কাজে আধার কার্ডের প্রয়োজন হয়। বর্তমানে আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। তা ছাড়া কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়ে। স্কুলে ভর্তি থেকে শুরু করে চাকরির জন্য আবেদন করতে হয় আধার কার্ড। এর মানে হল আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। তবে আধার কার্ড নিয়ে অনেক নিয়ম আনে UIDAI। তবে বিয়ের পর মেয়েদের নাম বা পদবী পরিবর্তন করতে হয়। এই পরিবর্তন আধার কার্ডেও করতে হয়।

আধার কার্ডের নাম বা পদবী পরিবর্তন করার জন্য দুটি উপায় রয়েছে: অনলাইন এবং অফলাইনে। অনলাইনে নাম বা পদবী পরিবর্তন করতে হলে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করে আধার নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর “নাম পরিবর্তন করুন” অপশনে ক্লিক করতে হবে। নাম বা পদবী পরিবর্তন করতে হলে কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়। যেমন: বিবাহের শংসাপত্র, স্বামীর/স্ত্রীর আধার কার্ড, নিজের আধার কার্ডের স্ক্যান কপি। সব ডকুমেন্ট আপলোড করার পর “সেন্ড OTP” অপশনে ক্লিক করতে হবে। OTP ভেরিফাই করার পর আবেদন জমা দিতে হবে।

অফলাইনে নাম বা পদবী পরিবর্তন করতে হলে নিকটস্থ আধার সেবা কেন্দ্রে যেতে হবে। আধার সেবা কেন্দ্রে নাম বা পদবী পরিবর্তন করার জন্য কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়। যেমন: বিবাহের শংসাপত্র, স্বামীর/স্ত্রীর আধার কার্ড, নিজের আধার কার্ডের স্ক্যান কপি। সব ডকুমেন্ট জমা দিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে ৫০ টাকা ফি দিতে হবে। আবেদনপত্র গ্রহণের পর আধার কার্ডের নাম বা পদবী পরিবর্তন করা হবে। নাম বা পদবী পরিবর্তনের জন্য আবেদন করার পর ১৫-২০ দিনের মধ্যে আধার কার্ড হাতে পাওয়া যাবে।