BIG BREAKING : আগামি ৩০ শে নভেম্বর থেকে LIC এর ঠিক কত গুলো পলিসি বন্ধ হতে যাচ্ছে দেখেনিন?

Advertisement

Advertisement

একগুচ্ছ বিমা প্রকল্প বন্ধ করতে চলেছে ভারতের সর্ববৃহৎ বিমা সংস্থা এলআইসি। ভারতীয় জীবন বিমা সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর থেকে বন্ধ করা হবে প্রায় ৩০ টি প্রকল্প। এই প্রকল্পগুলি সবই ব্যক্তিগত জীবন বিমা প্রকল্প বলে জানা গেছে। জীবন আনন্দ, জীবন উমঙ্গ, জীবন লক্ষ্য ও জীবন লাভের মতো জনপ্রিয় প্রকল্পগুলো বন্ধ করে নতুন রূপে সেগুলোকে বাজারে ছাড়া হবে বলে সূত্রের খবর।

Advertisement

নতুনভাবে পরিমার্জন করা এই প্রকল্পে বোনাসের পরিমাণ কমিয়ে নেওয়া হতে পারে বলে জানা গেছে। প্রিমিয়ামের পরিমানও বাড়ানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশের আর্থিক মন্দার বাজারে এলআইসির মতো বিমা সংস্থা প্রকল্প বন্ধ করার কথা ঘোষণা করায় জল্পনা ছড়িয়েছে গ্রাহক মহলে। তবে শুধু এলআইসি নয় দেশের বেশ বিমা সংস্থার প্রায় ৭০-৮০ টি প্রকল্প বন্ধ হওয়ার মুখে বলে সূত্র মারফত জানা গেছে।

Advertisement