Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শিশু দিবসে গান গেয়ে নেট জনতার মন জয় করল বছর ৬ এর খুদে, ভাইরাল ভিডিও

Updated :  Sunday, November 15, 2020 6:44 PM

১৪ ই নভেম্বর ছিল শিশু দিবস। এই দিন অনেকেই তাঁদের শৈশব সময়ের ছবি শেয়ার করেছেন। কেউ বাচ্চাদের ভিডিও ও ছবি আপলোড করেছেন কেউ আবার পুরনো স্মৃতি মন্থন করে নিয়েছেন। এবারে এক ছয় বছরের বাচ্চা গান গাইল আর তাঁর মা বাবা সেই গান সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। শিশু দিবসে মেয়ের জন্য এটাই ছিল তাঁদের দেওয়া সেরা উপহার। বাচ্চা মেয়েটির নাম হৃদিস্রোতা মন্ডল বয়স, বয়স ছয়। আশা অডিও-র তরফ থেকে মুক্তি পেয়েছে এই খুদের গান। এই এলবামটির সঙ্গীত আয়োজন করেছেন আশু চক্রবর্তী এবং ভিডিও শুভম চক্রবর্তী। কৌশিক চক্রবর্তী ও অপেক্ষা লাহিড়ী গানটিতে বিশেষ ভাবে সহায়তা করেছেন। চলুন খুদের গান শুনে নিই আগে………………

শিশু দিবসেই গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয় এবং নেটিজেনদের প্রশংশা পান। এই বয়সেই স্টুডিওতে গান গ্যে ফেলেন ছোট্ট হৃদিস্রোতা। তাঁর মিষ্টি ভঙ্গিমা ও সুরেলা গলার প্রেমে অনেকে মুগ্ধ হয়ে যান। এই গানের ভিডিওটি যেমন ভাইরাল হয় তেমনই হৃদিস্রোতার ফ্যানেদের সংখ্যা বাড়ে ও প্রচুর পরিমানে শেয়ার হয়। হৃদি আরও কম বয়স থেকে মায়ের কাছে গানের প্রশিক্ষণ নেয়। বর্তমানে তাঁর গানের গুরু রথজিৎ ভট্টাচার্য এবং তার মা রূপা। একথা সত্য, শিশু দিবসের দিন বাবা-মায়ের এমন প্রয়াস সত্যি প্রশংসাযোগ্য।