Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাগুইআটিতে গাড়িতে তুলে যৌন হেনস্থা, গ্রেফতার ২

Updated :  Thursday, December 24, 2020 5:15 PM

কলকাতা: পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের ছায়া বাগুইআটিতে। শহরের বুকে ফের গাড়িতে তুলে যৌন হেনস্তার মত ঘটনা ঘটল। ২২ ডিসেম্বর বাগুইহাটি এলাকায় একটি মেয়েকে গাড়িতে তুলে যৌন হয়রানির অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। মহিলা নিজেই বাগুইআটি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। সেই মর্মে দু’জনকে গ্রেফতারও করে পুলিশ। ধর্ষণের ঘটনা নিশ্চিত করতে মহিলার মেডিকেল পরীক্ষা করা হবে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সুরজিৎ দে মহিলার পূর্বপরিচিত। ২২ ডিসেম্বর ওই মহিলাকে ডেকে পাঠান সুরজিৎ। তিনি তার বন্ধুর জন্য মহিলার কাছ থেকে টাকা দাবি করে। এই অছিলায় মেয়েটির বাড়িতেও যান তিনি। সুরজিৎ জানান তাঁর বন্ধু হাসপাতালে এবং গাড়িতেও ওঠেন দু’জন। পরিচিত বলে মহিলা সন্দেহ করেননি এমনটাই থানায় জানান।

এরপর সুরজিৎ কেষ্টোপুরের দিকে গাড়ি ঘুরিয়ে নেন এবং গাড়িতেই শ্লীলতাহানির চেষ্টা করেন। সুরজিৎ যখন  গাড়ীর ভেতরে মহিলাটিকে জোর করে যৌন হয়রানির চেষ্টা চালান অপরজনও সেখানেই ছিলেন। এরপর বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার সুরজিৎ দে এবং তার সহযোগী বিশু চৈবাল দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।