Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছাত্র-ছাত্রীদের মন রাখতেই ‘টিপ টিপ বরসা পানি’ গানে নাচলেন এক কলেজ শিক্ষিকা, নাচের ভিডিও তুমুল ভাইরাল

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোন কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। মুঠোফোন তার সাথে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনে বিনোদনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে অনেকটাই। বর্তমানে সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ…

Avatar

By

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোন কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। মুঠোফোন তার সাথে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনে বিনোদনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে অনেকটাই। বর্তমানে সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, তা নিয়ে কোন সন্দেহ নেই। কনটেন্ট ভালো হোক কিংবা খারাপ তা যদি নেটনাগরিকদের আকর্ষণ করতে পারে তাহলে সেই ভিডিও ভাইরাল হবেই। প্রতিদিন একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে নেটিজেনদের মধ্যে। তবে বেশিরভাগটাই মানুষ স্ক্রল করে চলে যান।

কলেজ জীবন যেকোনো ছাত্র-ছাত্রীদের কাছে একটি সুন্দর সময়। কলেজের প্রত্যেকেই অপেক্ষা করে থাকেন কলেজ ফেস্টের জন্য। এদিন সকলে মিলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ করেন। অনেক সময় কলেজের শিক্ষক-শিক্ষিকারাও সামিল হন এই অনুষ্ঠানে। তারা একসাথে আনন্দে মেতে ওঠেন। সম্প্রতি তেমনই এক কলেজ ফেস্টের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হতে দেখা গিয়েছে সেখানে এক কলেজ শিক্ষিকা নাচ পরিবেশন করেছেন ছাত্র-ছাত্রীদের অনুরোধেই। বলিউডের জনপ্রিয় ছবি ‘মহড়া’র হিট গান এটি। সম্প্রতি রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ ছবিতে এই গান রিমেক করা হয়েছে। ‘টিপ টিপ বারসা পানি’ গানেই কলেজ ফেস্টে ছাত্র-ছাত্রীদের অনুরোধে নাচলেন এক সুন্দরী শিক্ষিকা। নীল শাড়িতে, খোলা চুলে নিঃসন্দেহে খুব সুন্দর দেখাচ্ছিল ঐ শিক্ষিকাকে। ছাত্র-ছাত্রীদের অনুরোধে নাচলেও তিনি বেশ লজ্জা পেয়েছিলেন, তা তার মুখের হাবভাবেই স্পষ্ট ছিল। পরে অবশ্য দুটি ছাত্রী এসে ঐ শিক্ষিকার সাথে নাচে সঙ্গ দেন। ভিডিওটিতে ছাত্র-ছাত্রীদের গলার আওয়াজেই স্পষ্ট তারা বেশ উচ্ছ্বসিত।

সকলেই এই দৃশ্য নিজের ফোনে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন। সম্ভবত তাদের মধ্যেই কেউ একজন এই ভিডিওটি একটি ইউটিউব চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছেন। ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকেই ভাইরাল হয়েছে নেটিজেনদের একাংশের মধ্যে। উল্লেখ্য, কলেজ ফেস্টে শিক্ষক-শিক্ষিকাদের সাথে ছাত্র-ছাত্রীদের এমন যুগলবন্দী প্রায়ই দেখা যায়। কলেজের কম বয়সী শিক্ষক-শিক্ষিকারা একেবারেই বন্ধুর মত মেশেন তাদের ছাত্র-ছাত্রীদের সাথে।

About Author