Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral Video: এক ব্যক্তির উপর ঝাঁপিয়ে পরলো বিশালাকার সিংহী, দেখে শিউরে উঠল নেটদুনিয়া

বর্তমান যুগে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাড়িতে বসেই এমন অনেক ঘটনার সাক্ষী হতে পারি যা হয়ত সচরাচর আমরা আমাদের আশেপাশে ঘটতে দেখি না। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে আমরা এমন…

Avatar

By

বর্তমান যুগে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাড়িতে বসেই এমন অনেক ঘটনার সাক্ষী হতে পারি যা হয়ত সচরাচর আমরা আমাদের আশেপাশে ঘটতে দেখি না। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে আমরা এমন অনেক ভিডিও কিংবা ছবি দেখতে পাই যা দেখলে হয়তো আমাদের শিউরে উঠতে হয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়, যা দেখে চোখ কপালে উঠেছে নেটনাগরিকদের একাংশের।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে খাঁচা খুলতেই এক বিশালাকার সিংহী লাফিয়ে পড়ে এক ব্যক্তির উপর। প্রথম চোটে দেখলে মনে হবে দাঁড়িয়ে থাকা মানুষটা হয়ত সেখানেই শেষ হয়ে গেল। কিন্তু ভিডিও যত এগোবে তা দেখে বোঝা যাবে এটা হিংস্র আক্রমণ নয়। একেবারে আদরের আলিঙ্গন এটি। আসলে এই সিংহীটাকে ছোট থেকেই ঘোষণা করেন এই ব্যক্তি। যতদিন গেছে তাদের মধ্যকার বন্ধুত্ব আরো গাঢ় হয়ে উঠেছে। সম্প্রতি তাদের একটি ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছে যা দুই ভিন্ন প্রাণীর নিঃস্বার্থ বন্ধুত্বকে তুলে ধরেছে সকলের সামনে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে এই সিংহী অর্থাৎ সিরগা ৯ বছরের। ছোট থেকেই এই সিংহীর দেখাশোনা করে গ্রুয়েনার। দিনে দিনে তাদের একে অপরের প্রতি বিশ্বাস এবং বন্ধুত্ব দুই গাঢ় হতে থাকে। গ্রুয়েনারকে খুব ভালোবাসে সিরগা। মানুষের মাঝে বড় হয়ে ওঠার কারণে সিরগার মধ্যে কোন হিংস্রতা জন্মায়নি বলেই জানা গিয়েছে। সারাদিন তারা দুজনে একসাথে সময় কাটান, খেলা করেন, একে অপরকে ভরিয়ে রাখেন আদরে। গ্রুয়েনার প্রায়ই সিরগার সাথে নানা ধরনের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়, যা নিমেষের মধ্যে ভাইরাল হয় অসংখ্য নেটনাগরিকদের মধ্যে।

সোশ্যাল মিডিয়ায় গ্রুয়েনারের ফলোয়ার্স সংখ্যা ৭৮ হাজারেরও বেশি। ‘কালাহারি ক্যাটওয়াক’ এই ক্যাপশন সহযোগে এই ভিডিওটি পোস্ট করেছেন গ্রুয়েনার। কালাহারি মরুভূমির পশু সংরক্ষণ কেন্দ্রের কর্মী সে। তার সাথে সিরগা’র কাটানো নানা মুহূর্তের ছবি শেয়ার করে নেন তার ফলোয়ার্সদের সাথে, যা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সকলের মাঝে।

About Author