Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ষষ্ঠীতে তৈরি হবে ঘূর্ণাবর্ত এবং তারপর প্রবল বৃষ্টি, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে দেখতে যান ঠাকুর

Updated :  Thursday, September 29, 2022 9:34 AM

উৎসব মুখর বাংলায় আবারও বৃষ্টির ভ্রুকুটি। সপ্তমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী বিভিন্ন এলাকায়। সম্ভাবনা রয়েছে উপকূলের কয়েকটি জেলায় শুধুমাত্র সপ্তমীতেই। পূজোর বাকি দিনগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ষষ্ঠী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আদ্রতা জনিত অস্বস্তি ক্রমশ বৃদ্ধি পাবে ওই সময়। ১ অক্টোবর শনিবার ষষ্ঠীর দিন ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরের উপর। উত্তর-পূর্ব এবং পূর্ব মধ্যে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত্য তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পশ্চিম মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে। এই ঘূর্ণাবর্ত ক্রমশ সরে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সঙ্গে মিশে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এর ফলে শক্তিশালী হতে পারে সেই ঘূর্ণাবর্ত। আপাতত আবহাওয়াবিদদের নজর সেই দিকেই রয়েছে বলা যেতে পারে।

তৃতীয়া থেকে পঞ্চমী মূলত আংশিক মেঘলা আকাশ থাকা সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। উপকূলবর্তী কয়েকটি জায়গাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকবে তাই আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। চতুর্থী এবং পঞ্চমী আদ্রতা জড়িত অস্বস্তি ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করবে। ষষ্ঠী পড়েছে এই বছর শনিবার। আবহাওয়ার পরিবর্তন হবে এই দিন থেকেই। এই দিন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত্য তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দুপুর বা বিকেল পর্যন্ত আদ্রতা জনিত অস্বস্তি চরমে উঠতে পারে। রাতের দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। মূলত উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে শনিবার দিন রাত থেকেই।

অন্যদিকে সব ছবি দিন অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে উপকূলের বিভিন্ন জেলায়। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চারটি জেলায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই চার জেলার সংলগ্ন যে সমস্ত জেলা রয়েছে অর্থাৎ উত্তর ২৪ পরগনা কলকাতা এবং হাওড়ার মতো সেই সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই সমস্ত জেলায় মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা। বাকি জেলা গুলিতে কোথাও হালকা এবং কোথাও মাঝারি বৃষ্টিপাত চলবে দিনভর। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। সাময়িক স্বস্তি মিলবে এই বৃষ্টির কারণে, এমনটাই মত আবহাওয়াবিদদের।

তবে, উত্তরবঙ্গে উপরের দিকে ৫ জেলায় বৃষ্টি শুরু হতে পারে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জায়গায়। কোন জেলাতেই ভারি মিষ্টি কোন সম্ভাবনা নেই। অষ্টমীর দিন অর্থাৎ সোমবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হবে মূলত দক্ষিণবঙ্গের বেশি জেলায়। উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকলেও দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। নবমীর দিন মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দশমীর দিন অর্থাৎ বুধবার মূলত হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং থাকবে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে।