Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Didi No 1: ‘দিদি নম্বর ১’এর মঞ্চে সঞ্চালিকা বদল, এবার প্রতিযোগী স্বয়ং রচনা ব্যানার্জী

Updated :  Friday, April 29, 2022 9:46 PM

‘দিদি নম্বর ১’ জি বাংলার অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো। দীর্ঘদিন ধরে এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী। তাকে ছাড়া এই রিয়্যালিটি শোয়ের মঞ্চ একেবারে অসম্পূর্ণ, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। এই মঞ্চে প্রতিদিন উপস্থিত থাকেন তারকা থেকে সাধারণ সকলেই। সম্প্রতি এই শোয়েরই একটি বিশেষ পর্বে বদল হল সঞ্চালিকা।

সাম্প্রতিক একটি এপিসোডে উপস্থিত ছিলেন তারকা জগৎ’এর একাধিক চেনা মুখ। তাদের মধ্যে অন্যতম হলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার পাশাপাশি উপস্থিত ছিলেন গায়িকা সোমলতা আচার্য ও অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীও। এদিন অভিনেত্রী দিদি অর্থাৎ রচনা ব্যানার্জীর কাছে অভিযোগ জানান তিনি বাজার রাউন্ডে যতবার বাজার টিপে উত্তর দিতে চাইছেন, একবারের জন্যও তার বাজার বাজার বাজছে না।

এরপরই অভিনেত্রী দিদির জায়গায় গিয়ে দাড়িয়ে পরেন আর স্বয়ং দিদিকে প্রতিযোগী অর্থাৎ তার জায়গায় দাঁড় করিয়ে দেন। এই এপিসোডে গানের রাউন্ডে উপস্থিত ছিলেন সারেগামাপায়ের কিঞ্জল চ্যাটার্জী। ইন্ডাস্ট্রিতে একাধিক প্লেব্যাকও করেছেন তিনি। এদিন দিদির জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করেন মিমিও। এবার বলোর পর বাজার টিপে দিদি জানান বাজার বাজছে। তার কথা শুনে হাসতে থাকেন সকলেই। অভিনেত্রীকে মিমি সাফ জানিয়ে দেন, বাজার যখন টিপেছেন উত্তর তাকে দিতেই হবে।

এরপরই কিঞ্জল বলিউডের জনপ্রিয় অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’এর খাইকে পান বানারাস ওয়ালা’ গানটি গাইতে শুরু করে দেন। এই গানের সাথেই গলা মেলান রচনা ব্যানার্জী। পাশাপাশি একটু নেচেও নেন এদিন। অতএব বলাই বাহুল্য, আড্ডায়, নাচে, গানে, মজায় রীতিমতো জমজমাট ছিল এদিনের এপিসোড।