Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রণবীরের সঙ্গে মেয়ের বিয়ে নিয়ে এইকথা বললেন আলিয়া ভাটের বাবা মহেশ ভাট

Updated :  Saturday, April 2, 2022 8:36 AM

বলিউড ইন্ডাস্ট্রিতে অন্যতম একজন অভিনেত্রী হলেন আলিয়া ভাট।। তার ফ্যান ফলোইং থেকে শুরু করে তার জনপ্রিয়তা সবকিছুই তার কাছে মুহূর্তে রয়েছে। তার ভক্তরা তার অভিনয় এবং তার প্রতিভার জন্য তাকে অত্যন্ত ভালোবাসে। একাধিক সিনেমায় তার অভিনয় অত্যন্ত প্রশংসিত হয়েছে এর আগেও। বলিউড দুনিয়ার নামিদামি তারকাদের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেছেন এবং তাদের সঙ্গে কাজ করে তার জনপ্রিয়তা বৃদ্ধি করেছেন। সোশ্যাল মিডিয়াতে তাকে সব সময় বেশ একটিভ দেখা যায়। মাঝেমধ্যেই তিনি অত্যন্ত আকর্ষণীয় কিছু পোস্ট করতে থাকেন নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তার ভক্তরা তার এই সমস্ত পোস্ট দেখে রীতিমতন খুশি থাকেন।

এরমধ্যে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ের একটি গুঞ্জন সামনে এসেছে। এই মুহূর্তে এই খবরটি অত্যন্ত ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে। আপনাদের জানিয়ে রাখি, আলিয়া মাঝেমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একাধিক ধরনের পোস্ট করেন এবং সেই সমস্ত পোস্ট থেকেই তার বিয়ের ব্যাপারে চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগেই তার বিবাহের খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছিল। তার পিতা মহেশ ভাট একটি আলোচনায় জানিয়েছিলেন, তার সঙ্গে রণবীর কাপুরের বিবাহের ব্যাপারে তিনি ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছেন। অন্যদিকে রণবীর কাপুরের কাকিমাও তার সঙ্গে আলিয়ার বিবাহের ব্যাপারে বয়ান দিয়েছেন।

এই দুটি কথোপকথন সামনে আসার পরেই রণবীর এবং আলিয়া ভাটের বিবাহ নিয়ে সব জায়গায় শুরু হয়ে গিয়েছে চর্চা। তবে মহেশ ভাট জানিয়েছেন, তিনি বিয়ের কথা ভাবনা চিন্তা করতে শুরু করলেও তিনি এখনো বিয়ের তারিখের ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেননি। সোশ্যাল মিডিয়াতে একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে যেখানে তিনি বলেছেন, এখনো পর্যন্ত আলিয়ার বিবাহের তারিখ নিয়ে তার সঙ্গে কোন কথা হয়নি। দুজনে বিয়ে করবেন কিন্তু কবে সেরকম কোন সিদ্ধান্ত তিনি গ্রহণ করেননি এখনো। অন্যদিকে রণবীর কাপুরের কাকিমা জানিয়েছেন, তিনিও এই বিবাহের ব্যাপারে তেমন কিছু জানেন না। তবে তার ধারণা, খুব শীঘ্রই তারা বিবাহ করার সিদ্ধান্ত নেবেন।

তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তারা রণবীর এবং আলিয়ার উপরেই ছেড়েছেন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তাদের বিবাহ নিয়ে চর্চা শুরু হয়েছে। অভিনেত্রী আলিয়া ভাট এই মুহূর্তে ‘রকি অউর রাণী কি প্রেম কাহিনী’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। আগামী ২০২৩ সালে এই ছবি মুক্তি পাবে। অন্যদিকে রনবির কাপুর ব্যস্ত রয়েছেন ব্রম্ভাস্ত্র ছবি নিয়ে। আর কিছুদিনের মধ্যেই এই ছবি রিলিজ হতে চলেছে। শুধু এই ছবিটি নয় শামশেরা ছবিতেও তাকেই প্রধান চরিত্রে দেখা যাবে।