Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দুসংবাদ! ফের দাম বাড়ছে রান্নার গ্যাসের!

Updated :  Monday, September 2, 2019 3:18 PM

অরূপ মাহাত: মাসের শুরুতেই ধাক্কা খেলো মধ্যবিত্ত পরিবারগুলো। আবারও দাম বাড়লো ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের। দেশ জুড়ে দাম বাড়লো রান্নার গ্যাসের। ভর্তুকিহীন গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৬ টাকা করে বেড়েছে বলে জানা যাচ্ছে।

মাসের শুরুতেই মধ্যবিত্তের হেঁশেলে জোর ধাক্কা দিয়ে ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১৬ টাকা করে বাড়িয়েছে কেন্দ্র সরকার। একই সঙ্গে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড বা আইজিএল সিএনজি-র দাম লিটার প্রতি ৫০ পয়সা থেকে ৫৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সিএনজি গ্যাসের মাধ্যমে যে সমস্ত যানবাহন চলে সেগুলির ভাড়া বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মাসের শুরুতে এই মূল্যবৃদ্ধির ফলে সংসার চালাতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত চাকুরিজীবীদের।

এই দাম বাড়ার ফলে কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৬০১ টাকার বদলে ৬১৬.৫০ টাকা হয়েছে। মুম্বইয়ে ৫৪৬.৫০ টাকা পরিবর্তে নতুন দাম হয়েছে ৫৬২ টাকা। চেন্নাইয়ে ৫৯০.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০৬.৫০ টাকা। ১৯ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় ১১১৪.৫০ টাকা, দিল্লিতে ১০৫৪.৫০ টাকা, মুম্বইয়ে ১০০৮.৫০ টাকা ও চেন্নাইয়ে ১১৭৪.৫০ টাকা। প্রসঙ্গত, গত মাসে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কমার এ মাসেই আবার তা বৃদ্ধি পেলো।