Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্বামীর প্রথম পক্ষের ছেলের জন্মদিন, আবেগঘন বার্তা দিলেন সঞ্চালিকা সুদীপা

Updated :  Saturday, June 12, 2021 3:37 PM

সুদীপা মানেই হাতে খুন্তি নুন হলুদ আর মুখ ভরা মিষ্টি হাসি নিয়ে দর্শকের মনে রাজ করে ঠিক একইভাবে বাংলার সমস্ত টিনেজার দের ইনি সুস্বাদু দেশ বিদেশের সহজ পদ্ধতিতে রান্না শেখান। এতো হল রান্নার কথা। কিন্তু সুদীপা ভট্টাচার্য সবচেয়ে বেশী খুশি থাকেন স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়, প্রথম পক্ষের ছেলে আকাশ চট্টোপাধ্যায় এবং ছোট ছেলে আদিদেব। দুই নিয়ে ভরা সংসার সুদীপার। এই লকডাউনে পুরো পরিবারের সাথে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

সম্প্রতি সঞ্চালিকা সুদীপার ছেলে আকাশের জন্মদিন ছিল। আর এই দিন ছেলের উদ্দেশ্যে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। ছেলের সাথে কাটানো মুহূর্ত শেয়ার করেছিলেন তিনি। লেখেন, আমি তোমাকে জীবন উপহার দিইনি ৷ কিন্তু তুমি হলে সে, যাকে জীবন আমাকে উপহার দিয়েছে৷’ ছেলে আকাশকে ভালোবেসে টিনটিন নাম দিয়েছেন অভিনেত্রী। এইভাবে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সুদীপা৷

জন্মদিনের দিন বড় ছেলের জন্য তাঁদের বালিগঞ্জ প্লেসে বাড়িতে বার্থডে স্পেশাল জমজম লাঞ্চের ছবিও শেয়ার করেছিলেন সঞ্চালিকা৷ বড় ছেলের জন্য তাঁর পছন্দ মতো বাঙালি পদ একা হাতে সব রান্না করেছিলেন। আর এই লাঞ্চে হাজির ছিলেন আকাশের বিশেষ বান্ধবী হিন্দোলা।প্রসঙ্গত গত বছর ভাগ্নির বিয়ের আসরে হবু পুত্রবধূ হিন্দোলার সঙ্গে নেটিজেনদের আলাপ করিয়ে দিয়েছিলেন সুদীপা৷

স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের প্রথম পক্ষের সন্তান আকাশ। এই ছেলের সঙ্গে তাঁর সম্পর্কে টানাপড়েন ছিল৷ এই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন সুদীপা প্রথম দিকে আকাশ তাঁকে মেনে নিতে পারেননি৷ পরে সময়ের সাথে সাথে তাঁদের সম্পর্ক সহজ হয়৷ সুদীপা কোনওদিন আকাশের মায়ের জায়গা নিতে চাননি৷ কারণ তিনি মনে করতেন কেউ কোনোদিন কারোর বাবা অথবা মায়ের জায়গা নিতে পারেন। তবে আকাশ আর সুদীপা এখন ভালো বন্ধু আর মা ছেলের সম্পর্ক বেশ মধুর। আর আকাশ নিজের ছোট ভাই আদিদেবকে নিয়ে বেশ খুশি।