Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

“অমিত শাহের তথ্য ভুল, বরং দেশের মধ্যে অন্যতম অগ্রণী তৃণমূলের বাংলা”, বক্তব্য সৌগত রায়

Updated :  Tuesday, December 22, 2020 4:07 PM

গত ১৯ ও ২০ ডিসেম্বর বাংলা সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বাংলা সফরে এসে প্রথম দিনে মেদিনীপুরে ও দ্বিতীয়দিনে বোলপুরে জনসভা করেন। আর সেই জনসভাতেই তিনি শাসকদলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে কটাক্ষ করেন। তিনি সরাসরি জানিয়ে দেন তৃণমূল কংগ্রেসের আমলে বাংলার উন্নতি হচ্ছে না। এবার অমিত শাহের কথাকে খন্ডন করতে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল বর্ষিয়ান নেতা সৌগত রায়।

আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠক করে অমিত শাহের খন্ডন করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি প্রমাণ সমেত তথ্য জানিয়ে বলেছেন অমিত শাহ রাজ্যে মিথ্যা কথা বলে গেছে। তিনি অমিত শাহের তথ্য কে খন্ডন করতে বলেছেন, গত ১০ বছরে যতদিন তৃণমূল শাসন আছে ততদিন এ রাজ্যের জিডিপি ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও রাজ্যের প্রত্যেকটি মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ আগের তুলনায় অনেক বেড়েছে। এছাড়া রাজ্যে শিল্প উৎপাদন ক্ষমতা আগের তুলনায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা সৌগত রায় অমিত শাহের পাট শিল্পের বেহাল দশা বক্তব্যের বিষয় উড়িয়ে দিয়ে বলেছে, “উনি কি আদৌ ভালোভাবে কিছু জানেন। রাজ্যে ১০০ শতাংশ চটকল বর্তমানে খোলা আছে। চালের বস্তা কেনার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার চটকলগুলিকে ৬০ কোটি চটের বস্তা তৈরির অর্ডার দিয়ে দিয়েছে।” এছাড়াও এদিন তিনি জানিয়েছে রাজ্যের শিল্প বৃদ্ধির হার অনুযায়ী গোটা দেশের মধ্যে পঞ্চম স্থানে আছে মমতা সরকারের বাংলা।

সৌগত রায় অমিত শাহের কথাকে নস্যাৎ করতে বলেছেন বর্তমানে পশ্চিমবঙ্গে পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে ৬২ শতাংশ। মমতা সরকারের অধীনে বিদেশি বিনিয়োগ বাড়ছে রাজ্যে। আগের তুলনায় ২৪ শতাংশ বিদেশি বিনিয়োগ বেড়েছে রাজ্যে। এছাড়া রাজ্যে প্রতিনিয়ত উন্নয়নের কাজ চলছে। আগে গোটা রাজ্য জুড়ে ছিল বেহাল রাস্তাঘাটের অবস্থা। মমতা সরকার আসার পর থেকে গোটা রাজ্য জুড়ে প্রায় ১১১৮ কিলোমিটার পাকা রাস্তা হয়েছে। এছাড়াও তিনি জানিয়েছেন, নারী সুরক্ষা নিরিখে বাংলা অনেকটাই এগিয়ে। বাংলায় মহিলাদের ওপর অপরাধ হার অনেকটাই কমেছে।

সার্বিকদিক থেকে বলতে গেলে দেশের মধ্যে অন্যতম অগ্রণী তৃণমূল সরকারের বাংলা। অমিত শাহ বাংলায় এসে জনগণকে ভুল বোঝানোর চেষ্টা করছে। তাই আজ বিকেলে নবান্নে শাহের তথ্যের জবাব দেবে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগেই সংক্ষেপে বিবরণ দিলেন সৌগত রায়। আজকে বিকেলের মমতার সাংবাদিক বৈঠক সবার নজরে থাকবে।