Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রোকা শেষে, অভিনব কায়দায় নেহাকে বিয়ের প্রস্তাব রোহনপ্রীতের

Updated :  Thursday, October 22, 2020 2:26 PM

নেহা-রোহনপ্রীতের বিয়ের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। ইতিমধ্যে এই দুই মিউজিক্যাল দম্পতি রোকা অনুষ্ঠানও সেরে ফেলেন। এরপর রোহনপ্রীত আরও রোম্যান্টিক ভাবে বিয়ের প্রস্তাব দিলেন নেহাকে। পিঙ্ক বেলুনের গায়ে সুন্দরভাবে লেখা will you marry me? জবাবে নেহার উত্তর যে ‘হ্যাঁ’ তা আর বলার অপেক্ষা রাখে না।

গান-নাচ সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে রোকার অনুষ্ঠান সেলিব্রেট করেছিলেন এই মিউজিক্যাল দম্পতি। এবারে বিয়ের সানাই বাজার অপেক্ষা। এই বছরেই বিয়ে করতে চলেছেন নেহা ও রোহনপ্রীত। মুঝসে শাদি কারোগি রিয়ালিটি শো থেকে জনপ্রিয়তায় আসা রোহন প্রীতের সঙ্গে চারহাত এক করে নেবেন নেহা, তিনি নিজেও এই কথা সোশ্যাল মিডিয়ায় স্বীকার করেছেন। নেহা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘চলো বিয়ে করে ফেলি এই লকডাউনেই…’। এখন শুধু অপেক্ষা নেহার বিয়ের সানাইয়ের।