Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বন্ধ শিয়ালদহ উড়ালপুলের একাংশ কিন্তু ভিড় কম থাকায় আগের থেকে মিলেছে স্বস্তি

Updated :  Saturday, October 3, 2020 4:55 PM

কলকাতাঃ ইতিমধ্যেই সাধারণ মানুষের কথা ভেবে শিয়ালদহ উড়ালপুল বন্ধ থাকার বিকল্প রাস্তা দিয়ে ওই রুটের কোন গাড়ি চলাচল করবে তা-ও জানিয়ে দেওয়া হয়েছিলো। ব্রিজের নীচ দিয়ে লাইন পাতার কাজ সেরে ফেলতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ তাই শিয়ালদহ ফ্লাই ওভারের নীচ দিয়ে লাইন পাতার সময়ে যাতে কোন বাজে ঘটনা না ঘটে সে ব্যাপারেও সতর্ক থাকা হচ্ছে বলে মেট্রো সূত্রের খবর। বিকল্প রাস্তায় পারকিং বন্ধ করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।

সব মিলিয়ে ভিড় কম থাকার কারনেই এটি ম্যানেজ করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা দক্ষিণ থেকে এজেসি বোস রোড হয়ে শিয়ালদহ স্টেশনের দিকে যে গাড়িগুলি আসে সেগুলি চললেও কলকাতা উত্তর থেকে এপিসি রোড হয়ে যে গাড়িগুলি আসে সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছিলো।

সেই মতো আবার রাজা বাজার ক্রসিং থেকে নারকেল ডাঙা মেন রোড, ফুলবাগান ক্রসিং, আর এল মিত্র রোড, বেলেঘাটা মেন রোড হয়ে শিয়ালদহ স্টেশন কমপ্লেক্সে ঢুকবে ওই সকল গাড়ি।

আবার পূর্বমুখী যেসব বাস মিনিবাসের টার্মিনাস পয়েন্ট বেলেঘাটা বরফকলের কাছে সেগুলিকে সাময়িক ভাবে রাজাবাজার ট্রামডিপোয় রাখা হবে।কিন্তু বিগত দুই দিন ছুটি থাকার কারণে শিয়ালদহ উড়ালপুলে লোক ভিড় ছিল তুলনামূলক কম ছিল। শুক্রবার সকাল থেকে সেতুর কাছাকাছি বিভিন্ন ব্যানারের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়ে ছিল যে কোন গাড়ির বিকল্প রাস্তা কোনদিকে। মৌলালি থেকে বেলেঘাটা মেন রোড় যেতে বা আসতে কোনও নিষেধাজ্ঞা ছিলো না।