Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শুরু নাইট অভিযান, কেকেআর রঙে সেজে উঠেছে বুর্জ খলিফা

Updated :  Wednesday, September 23, 2020 1:28 PM

আবুধাবি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপর এ বছরের আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। বিপক্ষ দল মুম্বই ইন্ডিয়ান্স। দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় সংযুক্ত আরব আমিরশাহীতে এবারের আইপিএলের আসর বসেছে। সেখানেই নীতা আম্বানির দলের বিরুদ্ধে খেলতে নেমে নিজেদের এবারের আইপিএল অভিযান শুরু করবে শাহরুখ খানের দল।

কেকেআরের এটা প্রথম ম্যাচ হলেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে আজকের ম্যাচ দু’নম্বর ম্যাচ। যদিও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। তবে মুম্বই ইন্ডিয়ান্স একটু চাপে থাকলেও প্রথম ম্যাচ খেলতে নামার আগে বেশ খোশ মেজাজে রয়েছে কেকেআর টিম। আর তাদেরকে আরও উৎসাহ দিতে কার্যত নাইট রঙে রঙিন হয়ে উঠেছে বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খালিফা। বেগুনি ও সোনালী রঙে সুসজ্জিত এই বহুতল কার্যত নাইট শিবিরকে বালির দেশে স্বাগত জানাচ্ছে।

শুরু নাইট অভিযান, কেকেআর রঙে সেজে উঠেছে বুর্জ খলিফা

গতবারের আইপিএলে আন্দ্রে রাসেল ছাড়া সেভাবে ব্যাট হাতে কাউকে নাইট সংসারে সফল হতে দেখা যায়নি। তবে এবার দলে ভারসাম্য রয়েছে এমনটাই আইপিএল শুরু হওয়ার আগে দাবি করেছিলেন নাইট কোচ জ্যাক ক্যালিস। আজ, বুধবার সন্ধ্যায় সত্যি সত্যি ভারসাম্য বজায় থাকে কিনা, এখন সেটাই দেখার।