Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রেল লাইনে নির্বিঘ্নে শুয়ে আছে সিংহ, ধেয়ে আসছে ট্রেন, দেখুন কি হল তারপর

Updated :  Tuesday, August 25, 2020 11:09 PM

আমাদের অনেকেরই একটা বদ অভ্যাস আছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেওয়া অনেক ভিডিওই দেখে বিশ্বাস করি, যা আমাদের করা একদম উচিৎ নয়। এরকমই হায়দরাবাদে রাচাকোন্ডা পুলিশ কমিশনারেটেও সোমবার এমনই একটি মজার ভিডিয়ো পোস্ট করেছে।ভিডিওটিতে দেখা গেছে, রেল লাইনের উপর শুয়ে রয়েছে একটি সিংহ।

আর অন্যদিকে একটি ট্রেনও আসতে দেখা যাচ্ছে ওই লাইন দিয়েই। কিন্তু ট্রেন এগিয়ে আসার পরেও নিশ্চিত হয়েই বসে আছে ওই সিংহ। তারমধ্যে বিন্দুমাত্র ভয় নেই। এমনকি সিংহটি দৌড়ে পালিয়েও যায়নি । এর ঠিক পরেই দেখা যাচ্ছে আশ্চর্যজনক ঘটনা। ট্রেনও গতি না কমিয়ে সিংহটির উপর দিয়েই চলে যায় কিন্তু সিংহ বসেই যাচ্ছে।২৪ ঘণ্টার মধ্যে ভিডিয়োটি দেড় লাখের বেশি ভিউ পেয়েছে।

আর ভিডিওটি দেওয়ার সময় তিনি বলেন এটি একটি ফেক ভিডিও। পোস্টে লেখা হয়েছে, “সোশ্যাল মিডিয়ায় সব পোস্ট বিশ্বাস করবেন না।” সেই সঙ্গে #ফেকনিউজ-ও জুড়ে দেওয়া হয়েছে। আর তার মাধ্যম দিয়ে বোঝানো হয়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার।