Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri: নিরাহুয়াকে একা পেয়ে নিয়ন্ত্রণ হারালেন অক্ষরা সিং, ক্যামেরার সামনে খুলে ফেললেন পোশাক

Updated :  Wednesday, June 12, 2024 5:40 PM

ভারতের ভোজপুরি তারকাদের মধ্যে সবথেকে জনপ্রিয় তারকা হলেন দীনেশ লাল যাদব ওরফে নীরাহুয়া। এই মুহূর্তে শুধুমাত্র ভোজপুরি সিনেমা থেকে তিনি তারকা হয়ে উঠেছেন সেটা বলা যায় না। তিনি এখন পুরো ভারতে একইভাবে বেশ জনপ্রিয়। তিনি বর্তমানে রাজনীতিতে পা রেখেছেন এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সাথে সরাসরি ভাবে যুক্ত তিনি। তিনি আবার ও তার ভক্তদের জন্য একটা নতুন গান নিয়ে হাজির হয়েছেন, যাতে তাকে ভোজপুরি লেডি স্টার অক্ষরা সিংয়ের সাথে দেখা যাচ্ছে। সম্প্রতি নিরাহুয়ার নতুন গান রাত দেড় বাজে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়েছে। এসআরকে মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে যেখানে তাকে সহ অভিনেতার সাথে রোমান্টিক ভূমিকায় দেখা গিয়েছে।

দীনেশ লাল যাদব নিরহুয়া এবং প্রিয়াঙ্কা সিং এই গানটি যৌথভাবে গিয়েছেন। প্রেমে কষ্টের কথা বলছেন এই গানের মধ্যে অভিনেতা। গানটি শুটিং হয়েছে রাত্রিবেলা দেড়টার সময় এবং তখন অক্ষরা সিংহের সাথে রোমান্স করছে নিরাহুয়া। এই ভিডিওটি রোমান্সে ভরপুর এবং এতে দুই তারকার রসায়ন দুর্দান্তভাবে দেখা গিয়েছে।

এই গানটি ভোজপুরি সিনেমা জান লেবু কা থেকে নেওয়া হয়েছে যেখানে অক্ষরা এবং নিরাহুয়া প্রধান ভূমিকায় অভিনয় করছেন। এই গানের সুর দিয়েছেন ওম ঝা এবং কথা লিখেছেন আশুতোষ তেওয়ারি। নিরাহুয়া সাতাল রাহে অ্যালবামের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর এখন এই অভিনেতা এমপি হয়েছেন। তার গান প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হচ্ছে। কিছুদিন যাবত সিনেমা থেকে অব্যাহতি নেওয়ার পরে আবারো তিনি তার সব থেকে পছন্দের অভিনেত্রী আম্রপালি দুবের সঙ্গে নতুন করে সিনেমা শুরু করছেন।