বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের।
ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত পরিচিত অভিনেত্রী শুভি শর্মা তার সৌন্দর্যের পাশাপাশি তার চমৎকার অভিনয়ের জন্য কিন্তু বেশ পরিচিত। তার প্রত্যেকটি চরিত্র মানুষের এতটাই পছন্দ হয় যে সেখান থেকেই বোঝা যায় যে তার কতটা জনপ্রিয়তা রয়েছে। তার অভিনীত যে কোন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে হয়ে যায় ব্যাপক ভাইরাল এবং প্রচুর ভিউসহ অনেকেই বেশ পছন্দ করেন সেই সমস্ত গানের ভিডিও। অভিনেত্রীর যে কোন গানের ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই ভিউ আসতে শুরু করে কোটি কোটি। তিনি দিনেশ লাল যাদব থেকে শুরু করে খেসারি লাল যাদব অব্দি সমস্ত ভোজপুরি তারকাদের সাথে কাজ করেছেন।
সম্প্রতি খেসারি লাল যাদব এবং শুভি শর্মার একটি মিউজিক ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। এই ভাইরাল ভিডিওটির নাম, ‘নিমন চিজ চিখাইব’। এই গানটি জনপ্রিয় ভোজপুরি সিনেমার ছাপরা এক্সপ্রেসের। এই গানে অভিনেত্রী বোল্ড অবতারে এমন কায়দায় নাচ করেছেন যা দেখে তাদের ঘুম চলে গিয়েছে নেট নাগরিকদের। তারকা জুটির হট কেমিস্ট্রি ব্যাপক পছন্দ হয়েছে ফ্যানদের। ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে এই ভিডিওটি ৪৭ লাখের বেশি মানুষ দেখেছেন।














Amanda Seyfried Describes Socialism as ‘A Gorgeous Idea’ While Discussing New Film