Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এক দিনে ভারতে করোনা সংক্রমণ প্রায় ৯০ হাজার

ভারত : ভারতে আজ করোনা সংক্রমণের হার সংক্রমণ ফের ৯০ হাজারের কাছাকাছি। প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ।  ব্রাজিল এবং আমেরিকারকে যে কোন মুহূর্তে পেছনে ফেলে দেবে। মঙ্গলবার দেশজুড়ে করোনায়…

Avatar

ভারত : ভারতে আজ করোনা সংক্রমণের হার সংক্রমণ ফের ৯০ হাজারের কাছাকাছি। প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ।  ব্রাজিল এবং আমেরিকারকে যে কোন মুহূর্তে পেছনে ফেলে দেবে। মঙ্গলবার দেশজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৩ জনের। বুধবার একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১,১১৫ জনের। রেকর্ড হারে করোনা সংক্রমণে দুদিন আগেই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে আসে ভারত।

তবে সেই তুলনায় প্রথম স্থানে আছে আমেরিকা, সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬৪ লক্ষ ৬০ হাজার ২৫০। সোমবার থেকে মোট করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। চলতি সপ্তাহের সোমবার ৯০ হাজার করোনা আক্রান্তর রেকর্ড ছিলো সারা দেশে। সোমবার দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪২ লক্ষ ৪ হাজার ৬১৩। আর ব্রাজিলের  মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪১ লক্ষ ৩৭ হাজার ৬০৬।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য বলছে, একদিনের সর্বাধিক সংক্রমণের নিরিখে বিশ্বে প্রায় এক মাস ধরে শীর্ষে রয়েছে ভারত। গতকাল ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ৮ লক্ষ ৮৩ হাজার ৬৯৭ জন। গত দুদিনে মৃত্যু হয়েছিলো আরও ১১৩৩ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছিলো ৭২,৭৭৫। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৩৩ লক্ষ ২৩ হাজার ৯৫০ জন।

কিন্তু এসবের মাঝে গত ২৪ ঘণ্টায় আরও ৮৯,৭০৬ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, ৪৩,৭০,১২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪,৮৯৪ জন। চিকিত্‍‌সাধীন রয়েছেন ৮,৯৭,৩৯৪ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৩,৯৮,৮৪৪ জন। এখনও পর্যন্ত ভারতে  ৪ কোটিরও বেশি করোনা নমুনা পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে যত দিন যাচ্ছে ততোই খারাপ অবস্থার সম্মুখীন হচ্ছে ভারত।

About Author