এবার কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য বড় ঘোষণা করতে চলেছে নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, খুব শীঘ্রই সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় বেশ কিছুটা বাড়তে চলেছে। আজ্ঞে হ্যাঁ, মূলত দ্রব্যে মূল্যের মূল্যস্ফিতির কারণে বিগত কয়েক মাস ধরে DA নিয়ে আন্দোলন করছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। উল্লেখ্য, বর্তমানে ভারত সরকারের কর্মীরা ৪২ শতাংশ DA পেয়ে থাকেন। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে জানা যাচ্ছে, খুব শীঘ্রই এই বিষয়ে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে 7th Pay Commission।
নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত কয়েক মাস ধরে DA বাড়ানো এবং বাকি থাকা 18 মাসের বকেয়া DA নিয়ে বারবার আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা। প্রাপ্ত খবর অনুসারে, কয়েকদিনের মধ্যে কর্মচারীদের প্রাপ্ত DA-র পরিমাণ 4 শতাংশ বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এবার থেকে প্রতি মাসে 46 শতাংশ DA পাবেন তারা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআসলে, সরকার ১লা জানুয়ারী, ২০২০ থেকে ৩০শে জুন, ২০২১ পর্যন্ত বকেয়া DA পরিশোধ করেনি কেন্দ্রীয় সরকার। যদি সরকারের সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকারের কর্মীদের DA-এর পরিমাণ বৃদ্ধি করা হয় এবং বকেয়া DA প্রদান করা হয়, তবে এতে 47.58 লক্ষ কর্মচারী এবং প্রায় 69 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রত্যেক কর্মচারী বকেয়া DA হিসেবে প্রায় ২ লক্ষ টাকা পর্যন্ত পাবেন। আমরা আপনাদের বলে রাখি, ইতিমধ্যে 7th Pay Commission দ্বারা কেন্দ্রীয় সরকারের কর্মীদের বেতন বাড়ানোর জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন শুধু সরকারের হস্তক্ষেপের অপেক্ষা।