রাত পোহালেই নির্বাচন, ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে হবে কালকের ভোট

আগামীকাল রাজ্যের ৫ জেলায় ৩০ বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় নির্বাচন হবে

Advertisement

Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচন শুরু হতে চলেছে আগামীকাল। আগামীকাল অর্থাৎ শনিবার মোট ২৯৪ কেন্দ্রের মধ্যে ৩০ টি কেন্দ্রে নির্বাচন হবে। এই প্রথম দফার নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি তুঙ্গে। যেহেতু রাত পোহালেই ভোট, তাই অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট করায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটগ্রহণ কেন্দ্রের জায়গাগুলিকে আধা সামরিক বাহিনী দিয়ে মুড়ে ফেলেছে। আগামীকাল পাঁচটি জেলার গুরুত্ব অনুসারে এবং গত পঞ্চায়েত ভোট থেকে শিক্ষা নিয়ে সেই অনুযায়ী আধা সেনা মোতায়েন করা হয়েছে।

Advertisement

আগামীকাল প্রথম দফা নির্বাচন হবে মোট ৫ টি জেলায়। সেগুলি হল যথাক্রমে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া। প্রথম দফা নির্বাচনে নির্বাচন কমিশন মোট ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে চলেছে। তারমধ্যে বাঁকুড়াতে থাকবে ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ঝাড়গ্রামে থাকবে ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পশ্চিম মেদিনীপুরে থাকবে ১২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পুরুলিয়াতে থাকবে ১৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং পূর্ব মেদিনীপুরে থাকবে ১৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৬৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে। এছাড়া বাকি ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কুইক রেসপন্স টিম এবং রুটমার্চসহ একাধিক কার্যকলাপের সাথে যুক্ত থাকবে। আসলে এবারের বিধানসভা নির্বাচনকে নির্বাচন কমিশন রোল মডেল নির্বাচন করতে চায় এবং সেই জন্য তারা চায় না যে রাজ্যের কোন ভোটগ্রহণ কেন্দ্রে কোনরকম সমস্যা হোক।

Advertisement

নির্বাচন কমিশন ইতিমধ্যে আগামীকালের ৩০ টি বিধানসভা কেন্দ্রের সমস্ত বুথ পরিদর্শন করে ঠিক করে নিয়েছে যে কোন বুথে কত পরিমান কেন্দ্রীয় সেনা নিয়োজিত থাকবে। জানা গিয়েছে, যে সমস্ত কেন্দ্রে একটি মাত্র বুথ রয়েছে সেখানে চারজন করে কেন্দ্রীয় বাহিনী এবং একজন করে রাজ্য পুলিশের লাঠিধারী পুলিশ থাকবে। এছাড়া যে সমস্ত কেন্দ্রে দুটি করে বুথ রয়েছে সেখানে ৮ জন করে কেন্দ্রীয় বাহিনী এবং একজন করে লাঠিধারী পুলিশ রাখা হবে। এছাড়া মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোতে বা স্পর্শ কাতর কোনো ভোটকেন্দ্রে আটজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। এছাড়া ভোটগ্রহণ কেন্দ্রগুলির ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং তার সাথে ভোটারদের লাইন দেখাশোনা করার জন্য একজন লাঠিধারী রাজ্য পুলিশ থাকবে। সেই ১০০ মিটার গন্ডির ভিডিওগ্রাফি হবে।

Advertisement

Recent Posts