Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা রুখতে নতুন নির্দেশিকা বিমানবন্দর কর্তৃপক্ষের, কি কি নির্দেশিকা? জানুন

Updated :  Wednesday, July 22, 2020 2:04 PM

দেশজুড়ে করোনা সংক্রমনের ভয়াবহ পরিস্থিতিতে এবার সংক্রমণ রোধ করতে দিল্লী বিমানবন্দরে আসা আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হল সরকারের তরফে। এতে বলা হয়েছে যে, যারা আন্তর্জাতিক বিমানের মাধ্যমে দিল্লী আসবেন তাদের সাতদিন নিজ খরচায় প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনে থাকতে হবে। এছাড়া পরবর্তী ৭ দিন তিনি নিজের বাড়িতে কোয়ারানটিনে থাকবেন।

জানা গিয়েছে, আন্তর্জাতিক বিমানের যাত্রীরা নিজের খরচে সাতদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনে থাকতে রাজি আছেন কিনা সেটি জানাতে একটি মুচলেকায় সই করতে হবে। শুধু তাই নয় টিকিট বুকিং কনফার্ম করার আগেই বিদেশের দূতাবাসের কাছে সে মুচলেকা পৌঁছতে হবে। এমনটাই জানানো হয়েছে বিমানবন্দরের তরফ থেকে জারি করা একটি নির্দেশিকায়।

অন্যদিকে যেসব যাত্রীরা দিল্লী এনসিআর এ থাকবেন বলে পরিকল্পনা করেছেন তাদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। এজন্য প্রথমে বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের দ্বারা প্রাথমিক স্ক্রিনিং এবং তারপর দিল্লীর সরকারি কেন্দ্রের স্ক্রিনিং করতে হবে। এগুলো সব করার পরে সেই যাত্রী কোয়ারানটিনে থাকার অনুমোদন পাবেন।

তবে বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে যারা অন্তঃসত্ত্বা, গুরুতর অসুস্থতা, বাড়িতে মৃত্যুর কারণে এবং যেসব অভিভাবক ১০ বছরের নীচের সন্তান নিয়ে এসেছেন তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। তাদেরকে পুরোপুরি তথ্য দিয়ে airportcovid@gmail.com-এ আন্ডারটেকিং পাঠাতে হবে।

পাশাপাশি যারা অন্তর্দেশীয় বিমান যাত্রী থাকবেন, তাদের শুধুমাত্র বাইরে বেরোনোর গেটের সামনেই স্ক্রিনিং করা হবে। তবে করোনার উপসর্গ না থাকলেই তাদের বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হবে। কিন্তু বাড়িতে সাত দিনের কোয়ারানটিনে থাকা সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে।