Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারতীয় সেনাবিহিনীকে ‘স্যালুট’ দিচ্ছে ৫ বছরের এক খুদে, প্রশংসার ঝড় নেট দুনিয়ায়

Updated :  Tuesday, November 17, 2020 8:34 AM

শিশুরা যাই করে তাই সুন্দর হয়ে ওঠে। সেরকমই এক ৫ বছর বয়সের বাচ্চা ছেলের এমন কান্ড দেখে অবাক দেশবাসী। তাঁর উচ্চতা হয়তো আড়াই থেকে তিন ফুট হবে। ওঁর নাম খুব সম্ভবত Nawang Namgyal। এই বয়সে এত সুন্দর স্যালুট দিয়েছে, যা দেখে আপনি অবাক হয়ে ওঁকে দেখবেন। এমন ভাবে সে এই স্যালুট দিচ্ছে যেন সে এই কাজে অভ্যস্ত এবং ওস্তাদ। সেনাবাহিনীকে সামনে থেকে দেখলেই ৫ বছরের খুদে এক্কেবারে ‘সাবধান’ পোজে দাঁড়িয়ে পড়ে। আবার বিশ্রাম করতে বললে, তবেই বিশ্রাম পোজ নেয়। নয়াং নামগিয়াল লাদাখের একটি সীমান্ত গ্রামের নিকটে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশকে (আইটিবিপি) জওয়ানদের এইভাবেই সালাম জানায়। খুদের এমন অপূর্ব ও শিক্ষণীয় কীর্তি এখন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। দেখুন ভিডিও…………………

৫ বছরের এই বাচ্চার এমন প্রয়াস দেখে আপ্লুত নেটিজেনরা ও সেখানকার সেনাবাহিনীরা। তাই ITBP-র পক্ষ থেকে সম্মানিত করা হয়। সেনার পোশাক দেওয়া হয় তাঁকে। এই পোশাক পেয়ে সে এতো খুশি হয়েছে যে আবার স্যালুট করেছে সকলকে। নেটিজেনরা মুগ্ধ হয়েছে এমন ভিডিও দেখে। সকলেই তাঁকে ভালোবাসা দিয়েছেন। অনেকে নিজের বাচ্চাদের সাজিয়ে রি-ট্যুইট করেছেন।