4G, WiFi সহ একাধিক ফিচার নিয়ে বাজারে আসছে ‘ইলেক্ট্রিক স্কুটার’

Advertisement

Advertisement

একগুচ্ছ নতুন ফিচারসহ বাজারে আসতে চলেছে অ্যাথারের নতুন ইলেক্ট্রিক স্কুটার ‘অ্যাথার 450X’। এই স্কুটারটি ধূসর, সাদা ও সবুজ তিনটি রঙে পাওয়া যাবে। এতে ব্যবহৃত হয়েছে ৬ কিলোওয়াট পিএমএএম এর মোটর, নতুন 2.9 কিলোওয়াট আওয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারি ও এই কোম্পানির আগের মডেলের ‘ইকো’, ‘রাইড’ ও ‘স্পোর্ট’-এর সঙ্গে নতুন মডেলে যোগ হয়েছে হাইপারফরম্যান্স ‘ওয়ার্প’মোড। যার ফলে এগুলি দ্রুততম স্কুটারে পরিণত হয়েছে।

Advertisement

এই স্কুটারে 0 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টার স্পিড মাত্র ৩.৩ সেকেন্ডে ওঠা ছাড়াও এতে আছে ৪ জি, ওয়াইফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটি।

Advertisement

আরও রয়েছে সাত ইঞ্চির একটি কালার বোর্ড। এই স্কুটারে থাকবে ম্যাপ ন্যাভিগেশন, অটো ইন্ডিকেটর অফ এবং গাইড-মি-হোম লাইটের সুবিধা। 50 শতাংশ দ্রুত চার্জ হয়ে এর ব্যাটারি চলে 116 কিমি পর্যন্ত।

Advertisement

বেঙ্গালুরুতে এর এক্স শোরুমগুলিতে এটির দাম বর্তমানে ৯৯ হাজার টাকা। অন্য জায়গায় হয়তো দামের কয়েক হাজার টাকার হেরফের হবে।মাসিক সাবক্রিপশনের সুবিধা পাবেন গ্রাহকেরা।কোম্পানির সাইটে গিয়েও এটি বুক করা যাবে।

Recent Posts